জগৎ যখন সুখি করে রূপের মোহে মোরে ভোরের সূর্য উঁকি মারে স্বপ্নলোকের দ্বারে। পাখির কন্ঠের কুহু-কেতান মুগ্ধ শ্রবণ কাড়ে শিউলী-বকুল ছড়ায় ব্যাকুল রাঙা পথের পাড়ে। হিমেল বাতাসে তুলে দেয় মন তটিনীর ঢেউ ক্ষনে ক্ষনে মনের কোনে হঠাৎ ডেকে ওঠে কেউ। উদাস বিকেল সোনা রঙের আবীর মেখে রাত্রিপানে ধায় রাত্রি এলে নিরব সখা নিভৃতে দুঃখ উছলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।