আমাদের কথা খুঁজে নিন

   

নগ্নতাঃ পূর্বপুরুষ-উত্তরপুরুষ

নগ্নতাঃ পূর্বপুরুষ-উত্তরপুরুষ আজম মাহমুদ নগ্নতার দিক দিয়ে- আমি আমাকে চেনার জন্যে এবং আমার বন্ধুদের চেনার ... জন্যে আমাদের মোবাইলের মাইক্রো এসডি মেমোরি কার্ডে ঢুকে যাই। তারপর খুঁজতে খুঁজতে পেয়ে যায় স্তন আর যোনীর সমাহার- দেশী আর বিদেশী যৌনক্রীড়ারত ভিডিও ক্লিপস চুপ করে ঘাপটি মেরে বসে থাকে মৃত মেমোরি কার্ডের ভেতর- বোতামের চাপে তারা ফিরে পায় নগ্নজীবন। আমি আমার পিতাকে চেনার জন্যে ধূলো জমা ভিসিপির ক্যাসেটগুলো হাতড়াই আমি আমার পিতার ভেতরেও খুঁজে পাই নগ্নতার মাদকতা। আমার পিতামহকে চেনার জন্যে চলে যাই শাহবাগের জাতীয় যাদুঘরে- ওখানে দেখে ফেলি উত্তুঙ্গ, উন্মুক্ত স্তন নিয়ে চারজন নগ্নপরী দাঁড়িয়ে আছে মাথায় নিয়ে সংগম বিছানা। স্তন মেলে দিয়ে চারজন নারী আধশোয়া সুখপালঙ্কে।

আমি আমার প্রপিতামহকে চেনার জন্যে রাজশাহীর বরেন্দ্র যাদুঘরে যাই- কালো পাথরগুলো কি রকম নগ্ননারী হয়ে গেছে কি রকম মসৃন আর পেলবতায় পরিপূর্ণ ভরা স্তন কি রকম মাদকতায় আঁকা শরীরের বাঁক হাজার নারী দাঁড়িয়ে আছে যেন এক নারী হয়ে। সঙ্গমরত মূর্তির দিকে দৃষ্টি দিতেই খুলে যায় দৃষ্টি দোয়ার- বুঝতে পারি আমার প্রপিতামহগণ কেমন ছিলেন। আমি আমার প্রপ্রপিতামহকে চেনার জন্যে চলে যায় খাজুরাহ। সেখানে দিব্যদৃষ্টি ফিরিয়ে দেয় হাজার নগ্নমূর্তি উন্মুক্ত দেহ পসার, প্রাণিদের সঙ্গম দৃশ্য। আমি আমার প্রপ্রপ্রপিতামহ এবং পৃথিবীর তাবৎ অতীত মানুষ আর সভ্যতাকে চেনার জন্যে ভারতীয়, মিশরীয়, গ্রিক মিথলজি পড়তে থাকি- সবখানে নগ্নতা আর যৌনতা জীবনের সাথে মিলে মিশে একাকার।

২ আমি আমাকে দেখেছি, আমার পিতাকে চিনেছি, আমার পিতামহকে চিনেছি তাই আমি আমার ছেলে, পৌত্র কিংবা প্রপৌত্রকে চিনতে চাইনা কখনও। ১৩.১০.২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।