শুভ বিকাল। সবার রিকমেন্ড অনুসারে আমি সিদ্ধান্ত নিয়েছি Canon Powershoot A3400 IS ক্যামেরা কিনবো। কিন্তু বাংলাদেশ থেকে চাইনিজ প্রডাক্ট কিনতে ইচ্ছা হয়না। কারন চায়নার প্রডাক্ট এর লংজারভিটি অনেক কম। তাই চাচ্ছি আমেরিকা থেকে শখের ক্যামেরা টা আনতে।কেউ যদি আমেরিকা থেকে কিনে কুরিয়ার এর মাধ্যমে ক্যামেরাটি পাঠায় তবে কুরিয়ারের খরচ কত হতে পারে? কারো কি এ ব্যাপারে আইডিয়া আছে? আর কোন কাস্টমস্ চার্জ দিতে হবে কিনা, নাকি সরাসরি আমার ঠিকানায় আসবে? আর চার্জ দিতে হলে তা কত? প্লিজ এ ব্যাপারে একটু ইনফরমেশন দিলে খুবই উপকৃত হবো। বিদেশ থেকে যারা এই সব প্রডাক্ট এনে দেয় তাদের কোন এড্রেস যদি থাকে তবে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমি একজনের সাথে যোগযোগ করেছি কিন্তু তিনি বলেছেন ৪ সপ্তাহ সময় লাগবে শিপমেন্ট এ। আমি চাচিছ একটু তাড়াতাড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।