পৃথিবীর তাবৎ গণিকা আমার প্রেমিকা আজম মাহমুদ ওগ্রামে কষ্ট আছে, ওগ্রামে দুঃখ করে বাস তবু মনে হয় ওগ্রামেই থাকে নির্ভেজাল সুখ যতোটুকু তোমার প্রাপ্য- ব্যবসায়িক লেনদেনের মতো ঠিক ততোটুকুই পেয়ে যাবে। এখানে মন নেই দেহ আছে, ঠিক বিরহ ছাড়া প্রেম, নদী নেই তবু যেন স্রোত। পৃথিবীর সব প্রেমের ভাঁড়াড়ে কিছু কষ্ট থাকেই এই প্রেমে কোন কষ্ট নেই, ঠিক সরল অংকের মতো হিসেব, এখানে জ্যামিতিক মার-প্যাচ নেই। যখন আমার জন্মদাত্রীর মতো করুণ চোখে, কিংবা আমার ছেড়ে যাওয়া প্রিয় মানুষটির মতো হাসি লুটোপুটি ঠোঁটে আমার কাছে আসে তখন গণিকাদের শ্বাশত সত্য মনে হয়। অনেক ভেবে ভেবে উপসংহার কলামে আমাকে তাই লিখতেই হয়- পৃথিবীর তাবৎ গণিকা আমার প্রেমিকা। ১৩.১০.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।