আমাদের কথা খুঁজে নিন

   

নির্দলীয় তত্বাবধায়ক সরকার আমিও চাই না যদি হাসিনা এটা মেনে নেন

বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকেই রাজনীতির নোংরা খেলায় লিপ্ত দেশের সকল রাজনীতিবিদরা। তবে আমার কাছে গনতান্ত্রীক শাসকগোষ্ঠির চেয়ে বা্ংলাদেশের যে কোন সাধারন মানুষ বলবে সেনাবাহিনীর সময় সবচেয়ে তারা সুখে ছিল কেননা তখন আজকের মত এটতা মারামারি, হানাহানি হয় নাই। আর আমরা সে স্বাধীনতা পাচ্ছি তারচেয়ে ব্রিটিসরাই আমাদের কাছে ভাল ছিল কেননা তখন নির্যাতন কার হত নীল চাষ করা হত কিন্তু যারা নীল চাষ সইচ্ছায় করত তাদের কি করুনভাবে মৃত্যুবরন করতে হত? নিশ্চই না হয়ত আপনারাও আমার সাথে একমত হবেন। বর্তমানে গার্মেন্টসে যেরকম মানুষ নিহতের ঘটনা ঘটছে সেটা নীলকর নি্যাতনকেও হার মানায়। যাই হোক সবশেষে একটা সমাধানের কথা বলি হাসিন চান দলীয় তত্বাবধায়ক সরকার আর খালেদ চান ক্ষমতায় যেতে।

দুইজনেরই আশা পূরনের একটা রাস্তা আমি চিন্তা করে বের করেছি এর ফলে হাসিনাও পাবে দলীয় তত্বাবধায়ক সরকার আর খালেদাও পারবেন ক্ষমতায় যেতে। ফর্মূলাটা হল সবসময় তত্বাবধায়ক সরকারের দায়ীত্বে থাকবে বিরোধীদল তাহলে আর কোন সমস্যাই হবে না। হাসিনা পাবে দলীয় তত্বাবধাকক তাতে সে নিজেও খুশি আর বিএনপি পারবে ক্ষমতায় যেতে। পরবর্তীতে যদি বেএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় তাহলে ২০১৮-২০১৯ সালের নির্বাচনে তত্বাবধায়কের দায়িত্বে থাকবে আওয়ামিলীগ ওরফে হাসিনা সরকার। কি ফর্মূলাটা ঠিক আছে? চিন্তা করে দেখেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.