সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com পিসিতে বসে ঝিমাচ্ছিলাম এমন সময় ফোন আসলো। ফোনের অপর পাশের ব্যক্তি জানালেন তিনি প্রিয় টেক থেকে ফোন করেছেন এবং আমাকে ৮ই নভেম্বর রুপসী বাংলায় সাকিব আল-হাসানের সাথে ডিনার করার জন্য ইনভাইট করা হয়েছে।
কথাটা শোনার পর আনন্দে মনটা ভরে গেল। এরপর আরো অনেক কথাই উনি বলেছেন কিন্তু সেগুলো আমার কানে ঢুকছিল না।
কম্পিউটার সোর্স এবং প্রিয় টেক মিলে একটা প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে পোস্ট দিতে হবে এবং বিজয়ীরা সাকিব আল-হাসানের সাথে ডিনারের সুযোগ পাবে। আমিও সেই প্রতিযোগীতায় অংশ গ্রহন করি। হ্যাকারদের নিয়ে সেই লিখা পাবেন এখানে।
সৌভাগ্যক্রমে আমি সাকিব আল-হাসানের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাই।
কাজিনের ক্যামেরা, আয়রণ করা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি করে রেডি হয়ে থাকি দুই দিন আগে থেকেই।
যথারীতি সেই কাংখিত দিনে রুপসী বাংলা হোটেলে গিয়ে উপস্থিত হই। জানি সেলেব্রেটি মানুষ আসতে দেরী করবে তবে সাকিব আল-হাসান বেশি লেট করেন নাই। প্রথম দেখায় আমার কাছে যা মনে হলোঃ
তিনি বেশ সাধাসিধে চলাফেরা করেন।
অনেক লাজুক টাইপ।
কথা তেমন বলেন না।
ব্যবহার অনেক ভাল।
সব মিলিয়ে বলা যায় সেলেব্রেটি মানুষকে নিয়ে যে সব বাজে গুজব শুনি তার কোনটাই সাকিব আল-হাসানের মধ্যে দেখলাম না।
সাকিব আল-হাসানের সব চেয়ে আকর্ষণীয় দিকটি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হাসি। এমন নিষ্পাপ হাসি দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।
ব্লগে বা পেপারে অনেক রকম লিখাই পড়েছি সাকিবের আচরণ সম্পর্কে কিন্তু বাস্তবে তার কোন লক্ষনই দেখলাম না। সব মিলিয়ে বলবো "সাকিব ভাই ভাল মানুষ"।
উপস্থাপনার জন্য আনা হয়েছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানকে। উনার কথাগুলোও অনেক মজার। আমাকে বলে আমার জীবনের লাভ স্টোরী বলার জন্য।
যাই হোক ঐ কমেডিয়ানের জন্যেও বেশ মজায় কেটেছে সময়টা। যদিও উনার বেশিরভাগ কৌতুকগুলো ছিল একটু এডাল্ট টাইপের।
NSU তে এই কমেডিয়ানের একটি ভিডিও রয়েছে। চাইলে দেখতে পারেন। সাবধানতা ১৮+
সরাসরি ভিডিও লিঙ্ক।
আবার সাকিব আল-হাসানের দিকে ফিরে আসি। কথা বলার জন্য উনাকে মাইক দেয়ার পর দেখলাম বক্তা হিসেবে সাকিব আল-হাসান অল রাউন্ডার নয়। বুঝাই যাচ্ছিল মাঠেই উনি সাচ্ছন্দ্যবোধ করেন আর কথায় কথায় তিনি নিজেও বললেন মাঠে আসলে সবাইকে খেলা দেখাতে পারতেন।
সাকিব আল-হাসানের সাথে ডিনারের অফারের চেয়ে সাকিব আল-হাসানের সাথে খেলার অফার হইলে আরো বেশি ভাল লাগতো।
সব শেষে কম্পিউটার সোর্স, Norton Antivirus এবং প্রিয় টেককে ধন্যবাদ জানাই এমন একটি সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
আমার জীবনের অন্যতম সেরা একটি দিন।
সাকিব আল-হাসানের সাথে আমি।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।