Student : B.Sc in EEE
নাইম ইসলাম আজকে যে ১০৮ রানের ইনিংসটি খেললেন , হয়তো এর থেকেও অন্যদের আরও বড় বড় রানের ইনিংস আছে, এর থেকেও অন্যদের আরও বড় বড় রানের আক্রমনত্বক ইনিংসও আছে ,কিন্তু তার এই ২৫৫ বলের ইনিংসে তিনি যে ধ্যর্যের পরিচয় দিয়েছেন তা এক কথায় অসাধারণ ।
তিনি একটি বলও ভাল বলের বিরুদ্ধে অযথা আক্রমনত্বক মুডে গিয়ে খেলেন নি , আবার অন্যদিকে বাজে বলকেও মাফ দেন নি , তড়িৎগতিতে সীমানা ছাড়া করেছেন শুধু বাজে বলগুলোকে । যা এক কথায় অসাধারণ ।
৩৫৩ মিনিট ক্রিজে থেকে ২৫৫টি বলের মোকাবেলা করে যে টেষ্ট ম্যাচের জন্য পারফেক্ট অসাধারন যে ইনিংসটি নির্মান করেছেন সে ইনিংসে তিনি যে বল ছেড়ে দেয়া উচিৎ সে বল ছেড়ে দিয়েছেন , যে বল ডিফেন্সিভ খেলা উচিৎ ,সে বল ডিফেন্সিভ মুডে খেলেছেন , আবার যে কটি বাজে বল পেয়েছেন সে কটিকে নিজেকে ১০০% রিক্সের ঊর্দ্ধে রেখে তড়িৎগতিতে সীমানা ছাড়া করেছেন । একটি চার কিংবা একটি ছয়ের লোভে অযথা আক্রমনত্বক মুডে গিয়ে বিপদজনক ভাবে খেলে নিজ এবং দেশের জন্য বিপদ ডেকে আনেন নি ।
এরকম টেম্পারামেন্টিই টেষ্ট ম্যাচে দেখানো উচিৎ । জয়তু নাইম ইসলাম ...।
টেষ্ট ম্যাচে এরকম টেম্পারামেন্ট দেখিয়েই কিন্ত রাহুল দ্রাবিড় , ইউনুস খান , শিব নারায়ন চন্দ্রপল, জ্যাক ক্যালিসেরা টেষ্ট ম্যাচের ইতিহাসে পরিনত হয়েছেন ভয়ংকর নাম করা ব্যাটসম্যানে । খেলেছেন অসংখ্য বড় বড় সেন্সুরী- ডাবল সেন্সুরীর ইনিংস , নিজেদর দেশকে মাতিয়েছেন জয়ের আনন্দে । ।
। একটি চার কিংবা একটি ছয়ের লোভে ভাল বলের বিরুদ্ধে অযথা আক্রমনত্বক মুডে গিয়ে বিপদজনক ভাবে খেলে নিজ এবং দেশের জন্য বিপদ ডেকে আনার কারনেই আমরা টেষ্ট স্ট্যাটাস প্রাপ্তির ১২ বৎসর পরেও এখনও তিন দিনে টেষ্ট ম্যাচ হারি , বছরের পর বছর ধরে ইনিংস পরাজয়ে হারি ।
আমার মতে, “বিগত ১২ বছরের মধ্য বাংলাদেশের টেষ্ট ম্যাচের শ্রেষ্ঠতম ইনিংস নাইম ইসলামের এই সেন্সুরীটি , কেননা এই ইনিংসে তিনি একটি বলও ভাল বলের বিরুদ্ধে অযথা আক্রমনত্বক মুডে গিয়ে খেলেন নি , আবার অন্যদিকে বাজে বলকেও মাফ দেন নি । যা অত্যন্ত শিক্ষনীয় বর্তমান ও ভবিষ্যতের টেষ্ট খেলোয়ারদের জন্য, এ ব্যাপারে আপনাদের মত কি ??
নাইম ইসলামের এই ইনিংস শুধু নামে মাত্র একটি টেষ্ট ইনিংস নয় , নাইম ইসলামের এই ইনিংস ভবিষ্যতের বাংলাদেশের টেষ্ট খেলোয়ারদের জন্য একটি অসাধারন শিক্ষনীয় অধ্যায় হিসেবে উদাহরণ হয়ে থাকবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।