(আজ প্রথম আলোর নারী পাতায় প্রকাশিত হয়েছে) দেশে যখন আমরা একের পর এক দুঃসংবাদ পাই, বিদেশে আমাদের ভাবমূর্তি দুর্নীতির কারণে ভূলুণ্ঠিত হয় আর তখন বিদেশের মাটিতে আমাদের মেয়ে যখন সবাইকে পেছনে ফেলে নিজের যোগ্যতা প্রমাণ করে তখন গর্ব অনুভব করি। ৭ নভেম্বর নারীমঞ্চে আবিদাকে নিয়ে লেখাটি পড়লাম। গত ৯ সেপ্টেম্বর কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে এসটি জোনস শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) ৫০তম বার্ষিক সম্মেলন। এ বছর এই বার্ষিক সম্মেলনে কাজের দক্ষতার বিচারে বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবিদা সুলতানা ‘আইএডব্লিউপি-২০১২ ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যান্ড রিকগনিশন’ পুরস্কার অর্জন করেন। এ পুরস্কারের জন্য সারা বিশ্ব থেকে ২৯ জন নারী পুলিশ সদস্যের আবেদন গ্রহণ করা হয়। ২৯ জনের মধ্যে আবিদা সেরা নির্বাচিত হন। আবিদার এই যোগ্যতা প্রমাণ করায় আবারও নতুন করে আমাদের আবিদা আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি এগিয়ে যাওয়ার। জয়তু আবিদা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।