আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া তুলছে’ ছাত্রলীগ

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে চট্টগ্রাম শহরমুখী ট্রেনের একটি বগিতে ভাড়া আদায়ের ঘটনা ঘটে। “ভুক্তভোগী বেশ কয়েকজন ছাত্র টেলিফোনে আমার কাছে এ বিষয়ে অভিযোগ করেছে। ” পাবনা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা সারওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বিকেল সাড়ে পাঁচটার ট্রেনে শহরে ফেরার সময় ওই বগিতে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ‘ভাড়া’ আদায় করে কয়েকজন ‘বড় ভাই’।

“উনারা ছাত্রলীগের কর্মী হিসাবে পরিচয় দেন। আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া হিসাবে ১০ টাকা করে নেন। ” এভাবে ওই বগিতে থাকা প্রায় অর্ধশত ভর্তিচ্ছুর কাছ থেকে টাকা আদায় করা হয় বলে পরীক্ষা দিতে আসা আরেক শিক্ষার্থী জানান। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ‘ভাড়া’ আদায়ের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন নিপু। তিনি বলেন, যেখানে ভর্তিচ্ছুদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনা ভাড়ায় শাটল ট্রেনে যাতায়াতের সুযোগ দিয়েছে, সেখানে ছাত্রলীগের ভাড়া আদায়ের ঘটনা আমাদের মানসম্মান ক্ষুণ্ন করেছে।

এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে প্রক্টর সিরাজ উদ দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধরতে পারলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে ধরাটাই তো কঠিন। ” কারন তারা ছা্ত্রলীগ...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.