আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... ১. আপনার কি মনে হচ্ছে হুশহাস সময় চলে যাচ্ছে, একেবারে থামছে না দিন রাত। ফুশ করে টেনে দেয়া ভিডিও ছিনেমার মতো সময় অথবা জীবন। জনাব আপনাকে একটা অনুরোধ করি,
বুক ভরে শ্বাস নিন, এবার নাক টিপে ধরুন, মুখ বন্ধ করুন। আমরা শ্বাস রাখার যে খেলা খেলি সেই খেলাটাই খেলতে বলছি আপনাকে। কতক্ষন ১ মিনিট, ১.৩০ মিনিট, ২ মিনিইইইই না অতটা নয়।
১মিনিট ২০ সেকেন্ড ই সই। কেমন লাগলো এবার ভাবুন, ভাবুন, ভাবুন। বিশ্বাস করুন যার পেটে খাবার নেই তার জীবন টা এই রখম সময়ের মতোই। আপনার কাছে অসহ্য ১মিনিট ২০ সেকেন্ড তার সারাটা দিন, সারাটা রাত, তার জীবনটাই এমন।
২. এবার নিজেকে বলুন, কিছু কি করা যায় তাদের জন্য, যারা অভুক্ত আপনার চারপাশে।
ধরে নিয়ে, এই বেটা খা, বলে চারটা খাবার ব্যবস্থা করা যায়। যদি যায় তবে করতে আমাদের বাধা কোথায়। একটাই তো জীবন, হুটহাট একটাই তো মাত্র। আরেকটা মানুষ যখন আপনার জন্য বুক ভরে শ্বাস নিয়ে বলবে ইশ ভালো লাগলো বেঁচে থাকা। জানেন অইখানেই ইশ্বর থাকেন অবিরত ওই হাসির মাঝে, ওই সুখের দীর্ঘশ্বাসের মাঝে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।