আমাদের কথা খুঁজে নিন

   

'গণসংহতি আন্দোলন'র উদ্দেশ্যে একজন শুভাকাঙ্খীর আহ্বাণ

"আমরা জিতবো , আমরা বাঁচবো"-"জোরদার কংক্রিট , ভেনেজুয়েলান বিপ্লবের নায়ক , সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের প্রবাদপুরুষ , গণমানুষের প্রাণপ্রিয় নেতা , ভেনেজুয়েলার পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ" বর্তমান বাংলাদেশের রাজনীতিতে চলছে শোষণ-লুন্ঠন আর আধিপত্যের লড়াই । জনগণ জোট মহাজোটের কবল থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছে । তারা চাচ্ছে বিকল্প গণতান্ত্রিক শক্তি । এ অবস্থায় বাম গণতান্ত্রিকরাই বিকল্প রাজনৈতিক শক্তি হতে পারত । কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি বামপন্থীরা এদিক দিয়ে অনগ্রসর ।

তারা কেউ শাসক শ্রেণীর শোষণ-লুন্ঠনের সহযোগী , আবার কেউ নিজেদের মধ্যে মতদ্বন্দে লিপ্ত । কার্যত তাদের মধ্যে কোন ঐক্য গড়ে উঠছেনা । এ অবস্থায় গণসংহতির একজন শুভাকাঙ্খী হিসেবে তাদের প্রতি আমার অনুরোধ , কারো আশায় বসে না থেকে আপনারা নিজেরাই বিকল্প গণতান্ত্রিক শক্তি হিসেবে গড়ে উঠুন । রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মসূচিও হাতে নিন । জনগণের নিকটে পৌঁছার জন্য যা করার দরকার তাই করুন ।

নিজেদের পত্রিকার প্রচার সংখ্যা বাড়ান , প্রকাশণা নিয়মিত এবং অব্যাহত রাখুন । গণতান্ত্রিক কর্মসূচিতে সাধারণ জনগণের অধিক পরিমাণ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনলাইন-অফলাইনসহ সর্বত্র সর্বোচ্চ প্রচার অব্যাহত রাখুন । বুর্জোয়া মিডিয়া ব্যাবস্থা আপনাদের খবরাখবর প্রচার করবেনা । এ জন্য আপনাদেরকেই বিকল্প মিডিয়া গড়ে তুলতে হবে । নিজেদের ফেসবুক , কম্পিউটার , সেলফোনকে প্রচারের মাধ্যম হিসেবে গড়ে তুলুন ।

সংগঠনের সকল কর্মসূচির ভিডিও ক্লিপস , অডিও , ইমেজ , প্রতিবাদী-বিপ্লবী গান , লিফলেট ইত্যাদি সর্বোচ্চ সংখ্যক মানুষের নিকট প্রচারের ব্যবস্থা করুন । নিজেদের কর্মীবাহিনীকে আরো সুদক্ষ করে গড়ে তুলুন । দেশের মানুষের পরিবর্তনের স্বপ্নকে এগিয়ে নিন । জনগণ আপনাদের সঙ্গে থাকবে । আপনাদের প্রতি আছে দেশের সকল মানুষের শুভ কামনা-দোয়া-আশীর্বাদ ।

আপনাদের চলার পথ মসৃণ হোক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।