আমাদের কথা খুঁজে নিন

   

একবার যদি এমপি হইতামরে

নাজমুল ইসলাম মকবুল একবার যদি এমপি হইতামরে (প্যারডি গান) নাজমুল ইসলাম মকবুল একবার যদি এমপি হইতামরে ও বন্ধু আমি হইতাম রাজা জনগনকে মনে করতাম ওরাই আমার প্রজারে একবার যদি এমপি হইতামরে। । এমপি হইয়া মন্ত্রী হইতাম করতাম টাকা লুট সেই টাকাতে কিনতাম আমি জনগনের ভোটরে। । আগে পিছে পুলিশ লইয়া বড়াই করতাম আমি জনগনের টাকা মারইয়া গাড়ি চড়তাম দামীরে।

। আমার বাসায় পাবলিকেরা যাইতো দলে দলে ঘন্টা ঘন্টা বসাই রাখতাম ভিজি আছি বলেরে। । পুলিশ দিয়া পশুর মতো পিটাইতাম মানুষ মতার ওই অহমিকায় থাকতনা মোর হুশরে। ।

পাতি নেতা ডাফা নেতা পুষতাম নিজের লাগি বগলেরও নিচে রাখতাম সন্ত্রাসী আর দাগীরে। । টেন্ডারবাজি চান্দাবাজি করতাম ধান্দাবাজি মাইকের সামনে দাড়াইয়া করতাম গলাবাজিরে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.