আমাদের কথা খুঁজে নিন

   

ব্লিটজ সম্পাদক শোয়েব চৌধুরী জেলেঃ তবে কি সে ডেষ্টিনি, হলমার্ক ও হাসিনার উপদেষ্টা মোদাচ্ছেরের কোন ষড়যন্ত্রের শিকার?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ব্লিৎসের সম্পাদক সালাহ উদ্দিন কারাগারে অর্থ আত্মসাতের অভিযোগে ইংরেজি সাপ্তাহিক ‘ব্লিৎস’-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম তানভীর আহমেদ এ আদেশ দেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী রোববার সালাহ উদ্দিনের জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। গত বুধবার রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৪৩ নম্বর বাসা থেকে সম্পাদক শোয়েবকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানার পুলিশ। আদালত সূত্র জানায়, ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শোয়েব চৌধুরী ও তাঁর স্ত্রী শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন শোয়েবের ব্যবসায়িক অংশীদার সাজ্জাদ হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, অংশীদারির ভিত্তিতে ব্যবসার লক্ষ্যে শোয়েব চৌধুরীর সঙ্গে যৌথ হিসাব খোলেন সাজ্জাদ। ওই হিসাবে দুজনেরই এক কোটি টাকা করে জমা দেওয়ার কথা ছিল। তবে সাজ্জাদ ৮০ লাখ টাকা জমা দিলেও শোয়েব চৌধুরী কোনো টাকা জমা দেননি। এর পর শোয়েব চৌধুরী তাঁর স্ত্রীর সহযোগিতায় যৌথ হিসাব থেকে ৭৯ লাখ টাকা তুলে তা আত্মসাৎ করেন। Click This Link ************* যেভাবে জেনারেল(অব) হারুনের ডেষ্টিনি-২০০০, ভারতীয় সাহারা মাতৃভূমি, হলমার্ক গ্রুপ গুলোর প্রতারণা-র্দূনীতি-জালিয়াতি এবং সৌদি কর্মকর্তা খালাফ হত্যাকান্ড সহ অবাক করা রিপোর্ট দিচ্ছিল ইংরেজী সাপ্তাহিক ব্লিটজ তাতে বর্তমান সরকারের রোশানলে না পড়ে উপায় ছিল না।

এই ব্লিটজই জানায় যে প্রতারক ডেষ্টিনি-২০০০ মালয়শিয়ার নাম ভাঙিয়ে পদ্মা সেতুতে বিনিয়োগ করতে চেয়েছিল; Click This Link শুরু হতেই ব্লিটজ ডেষ্টিনি-২০০০ সমন্ধে আগে ভাগে যে সব স্পর্শকাতর তথ্য দেয় তা আমাদের জাতীয় দৈনিক গুলোও দিতে পারেনি। শুধু তাই নয় ডেষ্টিনির হারুন গংদের যখন জেলে যাওয়া নিশ্চিত তথা নিম্ন আদালত দ্বারা তখন হাসিনার এক উপদেষ্টা প্রভাব খাটিয়ে নিয়ম বর্হির্ভূত ভাবে হারুন গংদের জামিন দিয়ে দেয়; Click This Link ব্লিটজের ঐ রিপোর্টে দাবী করা হয় হাসিনার উপদেষ্টা নাকি ডেষ্টিনি গং হতে অর্থ নিয়েছে তার দালিলিক প্রমাণ আছে। এছাড়াও ভারতীয় সাহারা গ্রুপও যে ডেষ্টিনির মত প্রতারণা করে সাধারণ মানুষ হতে অর্থ নিয়েছিল তার রিপোর্টও সবার আগে এই ব্লিটজই দেয়; Click This Link সর্বশেষ যে হলমার্কের ৪ হাজার কোটি টাকার অবৈধ ঋণের কেলেংকারী বিষয়েও ব্লিটজ গুরুত্বপূর্ণ সংবাদ ছাপে ৬ই নভেম্বর; Click This Link ব্লিটজের রিপোর্ট মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর প্রভাবেই এত বড় ঋণ র্দূনীতি হয়। শুধু যে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর ব্লিটজ এই মনগড়া রিপোর্ট করছে তা নয় বরং প্রথম আলোও বলছে; উপদেষ্টা মোদাচ্ছেরের আচরণ অস্বাভাবিক Click This Link দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার এত উচু পদ হয়েও সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখায় যাওয়া কোন সাধারণ ঘটনা না। এছাড়াও সংসদীয় কমিটির সন্দেহের তীরও মোদাচ্ছেরের দিকেই; http://www.dailynayadiganta.com/new/?p=35964 আর হলমার্কের টাকার গন্তব্য অনুসন্ধানে অনীহা বাংলাদেশ ব্যাংকের, http://www.dailynayadiganta.com/new/?p=35253 এত বড় র্দূনীতি হল কিন্তু বাংলাদেশ ব্যাংক কোন তদন্ত করতে ইচ্ছুক নয়।

কারণ মোদাচ্ছেরেরও উপরে কেউ একজন আছে যে বখরা পেয়েছে। তাই সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে তাদের ক্ষোভ অস্বাভাবিক কিছু নয়। মাত্র ৭৯ লক্ষ টাকা কোন প্রমাণ ও পরিস্কার অভিযোগ এবং ওয়ারেন্ট ছাড়াই। ইংরেজী দৈনিক নিউ নেশন বলছে গত বছর ব্যাবসায়িক পার্টনার সাজ্জাদ হোসেন উত্তরার দক্ষিণ খান থানায় ৭০ লক্ষ টাকা প্রতারণার জন্য শোয়েব চৌধুরীর বিরুদ্ধে মামলা করে; Click This Link প্রআলো ও নিউ নেশনে ৯ লক্ষ টাকার পার্থক্য। কথা হচ্ছে যৌথ একাউন্টে দুই জনের সই ছাড়া কোন টাকা তোলা যায় না।

আর ঘটনা যেহেতু এক বছর আগে এতদিন পুলিশ কি করছে? ডেষ্টিনি, হলমার্ক ও মোদেচ্ছর গং রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও পুলিশ ও দুদক তাদের সহজে ধরে না বরং বেকুসুর খালাস দিতে এক পায়ে খাড়া থাকে। শোয়েব চৌধুরীকে তার পার্টনার সাজ্জাদ মৌখিক বা নিদানপক্ষে কোন উকিল নোটিস না দিয়ে হুট করে গ্রেফতার অবশ্যই হয়রাণির শামিল। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভবিষ্যতে কেউ হাসিনা সরকারের কোন চুরি, র্দূনীতি ও লুটপাটের বিষয়ে কোন খবর দিলে রাষ্ট্রীয় হয়রাণির শিকার হবে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।