আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক তারকা, দৈনিক প্রথম আলো, ব্লিটজ ও গাল্ফ নিউজ কার স্বার্থে একাট্রা?

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। আপনাদের মনে আছে কিছুদিন আগে গাল্ফ নিউজের বরাত দিয়ে আইএসআই নিয়ে খবর প্রচার করে দৈনিক তারকা ও দৈনিক প্রথম আলো দেশে যুদ্ধ লাগিয়ে ছিল। গত ৩ ওক্টবর বুধবার গাল্ফ নিউজ আবার একটি অসমর্থিত খবর প্রচার করে "No new UAE visas for Bangladeshis "। আর তা লুফে নিয়ে বৃহস্পতিবার ব্লিটজ লিখে "UAE stops visas for Bangladeshis " আর তা দেখে আজ শুক্রবারে কোন তথ্য বা প্রমান ছাড়াই ঝাপিয়ে পরে দুই সহদোর পত্রিকা দৈনিক তারকা (Daily Star) ও দৈনিক প্রথম আলো । শুধু এ বলেছে ও বলেছে বলে খবরটি প্রচারে নেমলেও দুতাবাসের কোন কর্মকর্তার কোন উদৃতী দিতে পারেনি বা তার চেস্টাও করেনি।

গাল্ফ নিউজে কিন্তু হেডিংএর নিচে ছোট করে লিখা ছিল "Suspension is temporary and is not a ban, official confirms" মানে হল অফিসিয়াল ভাবে বলা হয়েছে স্থগিত আদেশ সাময়িক ও এটি কোন নিষেধাগ্যা নয়। তার সত্যতা মিলল গাল্ফ টাইমসে তারা লিখেছে "Bangladesh not yet told about visa ban by UAE"। "The authorities in the United Arab Emirates have stopped issuing entry permits to Bangladeshi passport holders because of security concerns over identification and fake documents. Expatriates Welfare and Overseas Employment Ministry secretary Dr Jafar Ahmed Khan could not confirm the ban. “We’re yet to be informed officially about the ban. We’ve talked to our ambassador there and asked him to let us know what the matter actually is,” Khan said in Dhaka on yesterday. He said he had heard about the news (reported in the Gulf News) of a visa ban. “It seems to be true…but they’re issuing less number of visas as over 1.5mn Bangladeshis are already living there.”" মানে হৈল পুরা ভুয়া খবর। প্রতিটি দেশই নিরাপত্তা বিবেচনা করে ভিসা প্রদানে সতর্কতা অবলম্বন করে এটি এর বেশী কিছু না। আর যেখানে রেহিংগারা গতসরকারের সরকারের সহায়তায় বাংলাদেশী সেজে সেই আমলে বিদেশ, মুলত মধ্যপ্রাচ্চে গিয়ে সন্তাসবাদের জন্ম দিয়ে ঝামেলা পাকাচ্ছে।

সেখানে এমন পদক্ষেপের জন্য বিগত সরকারকে জবাবদিহীতা করা উচিৎ ছিল। তা কি করা হয়েছে? কিন্তু দৈনিক তারকা ও দৈনিক প্রথম আলোর উদ্দেশ্য তো সংবাদ পরিবেশন নয়, আরো গভীর কিছু। কিন্তু কারন কি? আপনাদের মতামতের ও বিবেচনার উপর ছেরে দিলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.