আমাদের কথা খুঁজে নিন

   

শারদ আকাশ মায়াবিকেল

"তবু দলছুট একদল স্বপ্নবাজ বাঁধে নতুন প্রভাতগীত; ভৈরবীর সুরে বাঁধা স্বপ্নে বাঁধে নতুন ভোর। ভোরের সেই হিমালোক শিশির স্নানে যাবে সকল যাপিত জীবন। তিমিরভেদী মিছিল নিয়ে; হিমাদ্রিসম স্বপ্নে বয়ে" শারদ আকাশ ছিল সেদিন ; ছিল তুলোর মত মেঘমালাদের অবিশ্রান্ত লুটোপুটি। তুমি- আমি ; শুধু আমরা দুজন বসে ছিলাম বিকেলের সোনারোদ চুম খাওয়া জলের ধারে । কি অদ্ভুত নির্লিপ্ত দুটি হৃদয় ; তুমি- আমি আমরা দুজন পাশাপাশি ।

স্থির দৃষ্টির গহীনে পৃথিবীর তাবৎ পিপাসা- কত শতকথা- স্বপ্নকথা, ভিড় করেছে মনের কোনে; হয়তঃ তোমারও । শান্ত সেই পুকুরের জল কান পেতেছে; কান পেতেছে পাড়ে দাঁড়ানো সারি সারি বৃক্ষরাজি - যেখানে পাতা ঝরে পড়ার মর্মর ধ্বনিতে চকিত হয় পথিক; নিরবতা মোড়ানো অখণ্ড সেই মায়াবিকেল। একজোড়া শালিখ খুব সন্তর্পণে দিয়েছে উঁকি পাতার আড়াল থেকে- রাতের ঝিঁ ঝিঁ পোকারা এসেছে দলবেঁধে; এসেছে জ্যোৎস্নার জোনাকিরা। নিঃশব্দে আসা শব্দরাশি নিভৃতে বেঁধেছে বাসা কণ্ঠনালীর নিচে; তবু ভাঙ্গেনি নিরবতা। না তুমি না আমি ।

বিভোর গভীর স্বপ্নবৃষ্টিতে ভিজেছে হৃদয়; যেন কেটেছে অনন্ত প্রহর !! মৃদু বাতাসে শিরশির দেহে সবুজ পাতাদের অবনত মুখ। ভীষণ প্রসন্ন সেই শারদ আকাশ ছিল সেদিন। না তোমার কপালে ছিলনা কোন টিপ; না কোন সাজ সরাঞ্জম। বিন্দু বিন্দু ক্লান্তিঘাম; কি ভীষণ গর্বে ফুটেছে- মেতেছে নিজেদের অস্তিত্ব দীর্ঘায়িত করার প্রতিযোগিতায় । আমার ভেতরে বয়েছিল যৌবনা ব্রক্ষ্মপুত্রের শান্ত প্রবাহ; কি মায়া মেখেছে প্রকৃতি তোমার ওই মুখে ! যেখানে বড় অসহায় আমার শব্দভেলা; এ যেন নিজের মাঝে আপন হাতে গড়া মায়াদ্বীপে কাশফুলেদের নরম আদর ছোঁয়া ।

তোমার আজন্ম কাজলমাখা চোখ জোড়া ; যে চোখে তাকিয়ে কেটে যেতে পারে সহস্র শতাব্দী- যেখানে নিঃশঙ্ক চিত্ত্যে রাখতে পারি জমা আমার এই এক জীবনে সঞ্চিত সকল দুঃখমালা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.