সরকারী সফলতার মূল হিসেবে আইটির বিকল্প নেই........... আর মাত্র কটা দিন.... অতঃপর শুরু হবে হিন্দু ধর্মালম্বিদের প্রধান ধর্মীয় উদসব দূর্গাপূজা। প্রায় সব ধরণের কাজ ইতিমধ্যে শেষ করে নিয়েছে পূজো করিয়েরা। মুর্তি তৈরির কাজও প্রায় শেষের দিকে। মাটির কাজ শেষ করে এখন রঙের কাজ নিয়ে ব্যস্ত সব মুর্তি কারিগররা। কিছু দিনের মধ্যে শিল্পীর তুলির শেষ আচরের মাধ্যমে পূর্ণতা পাবে মা দূর্গার মুর্তিগুলো।
সবাইকে তাই আবরো আসন্ন দূর্গাপূজার শুভেচ্ছা।
এখন সবার নতুন কাপড় কেনাকাটা ও পূজা কেমন আনন্দে কাটাবে তা ভাবার কথা থাকলেও কিন্তু কেউ তা করছে না। আছে একটা ভয় যা না পারছে কাউকে বলতে.... হ্যাঁ আমি গত সপ্তাহে ঘটে যাওয়া রামু ও পটিয়ার ঘটনার কথাই স্বরণ করছি। পূজায় কোন সমস্যা হবে কিনা সে চিন্তায় এখন সবার কাছে মূক্ষ। চট্টগ্রাম মহানগর পূজা কমিটি এর তিব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।
কিন্তু এতে কি আমাদের নষ্ট হওয়া শতবর্ষ পুরোনো সম্পদ ফিরে পাওয়া সম্বভ? ক্ষতিগ্রস্থ হওয়ার পর ব্যবস্থা না নিয়ে আগে কেন তা নেওয়া হয়না? সবাই সব জানে..... আমরা শুধু খেলার পুতুল। আর পুতুল নাচ দেখতে কারনা ভালো লাগে বলুন???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।