আপনারা জানেন আমি এনজিও জগতের একজন কর্মী। সেই সুবাধে গতকাল আমার সুযোগ হয়েছিল একটি অনুষ্ঠানে যাবার। অনুষ্টানের প্রতিপাদ্য| বিষয় ছিল 'দূর্গম এলাকার জন্য স্যানিটেশন'। সরকারী, এনজিও এবং দূর্গম এলাকার মানুষদের উপস্থিতিতে একটি ফলদায়ক অনুষ্টান ছিল।
একটা সময় ছিল গ্রামের মানুষের ক্ষেতের ধারে পায়খানা করা নিয়ে মজার মজার গল্প বলা হতো।
দূর্গম এলাকার জন্য গল্পগুলো এখনো সত্য হয়েই আছে। কালকে উপলব্ধি হলো আমাদের মজার গল্পগুলো আসলে মজার নয় ছিল অন্যদের অনেক কষ্টের গল্পের। পায়খানা ঠিক মতো না করতে পারার কষ্ট, মেয়েদের নিরাপত্তা ঠিক রেখে তা করা নিতান্তই ছিল মহা কষ্টের। অনেক সময় মেয়েরা অপেক্ষা করতেন রাতের জন্য। অপেক্ষা করতে করতে তারা আবার আরেক রোখে আক্রান্ত হয়ে পড়তো।
স্যানিটেসন আন্দোলন আমাদের অনেককেই সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে। আমাদের কারও কারও অবস্থা কিছুটা ভাল হলেও সরকারী হিসেবে ১০% মানুষ এখনও নিরাপদ স্যানিটেসনের আওতার বাইরে। সেই হিসেবেও দেড় কোটি জনসাধারণ এখনও দুরাবস্থার মধ্যে রয়েছে।
স্যানিটেসন এবং পানি সবার জন্য একেবারে মৌলিক চাহিদা। এই চাহিদা পূরণের জন্য সবা্রই তাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা দরকার।
আসুন সরকারের মুখাপেক্ষি না হয়ে নিজেরাও কিছু করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।