আমাদের কথা খুঁজে নিন

   

সমান দূর্গম নয়



সমান দূর্গম নয় আজম মাহমুদ কাঞ্চনজঙ্ঘার গিরিপথ সবার জন্য সমান দূর্গম নয় কেউ দিন রাত সস্তা দরে চষে বেড়ায়, সারা বেলা করে দাপাদাপি এমন ঈর্ষাতুর পথে পথে। কেউ শুধু আমরণ স্বপ্নচারী, ব্রক্ষ্মচারী ওমন রোমাঞ্চিত পথের ধারে ঘটে ওদের কাল্পনিক মৃত্যু ভরা যৌবনে। যখন পথের বুকে কেউ কেউ গ্রন্থিত খনি হতে তুলে নেয় সোনা-রুপা, খেলা খেলে রাম-শ্যাম ইতি-উতি, তখন প্রজ্জলন চলে অবিরাম আরেক অন্তরে কাঞ্চমজঙ্ঘার শুভ্রতা, কোমলতা আর পুলক জাগানিয়া স্পর্শের ক্ষুধাতুর লোভ সম্বরনে। তোমার পথ তুমি গড়েছো এমন রহস্যময়তায় ওপথে কেউ ভিজে মরে, কেউ ভিজিয়ে বেড়ায় বৃষ্টি কারো গায়ে পড়ে, কারো গা বেয়ে বৃষ্টি তৈরী হয়ে ঝরে পড়ে তোমার পথে। পথ শুধু পথ নয়, কখনও কখনও পথিকের সাধন মন্ত্রে জেগে উঠা পিরামিড। কাঞ্চনঙ্ঘার গিরিপথ সবার জন্য সমান দূর্গম নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.