মেঘ বলেছে যাব যাব
ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবা রোববার পরলোক গমন করেছেন। কিন্তু স্বপ্নলোকে হরহামেশাই হাজির হচ্ছেন। আর স্বপ্নলোকে তার এ উপস্থিতি দিন দিন বাড়বে। ৪০ হাজার কোটি রুপী থেকে দেড় লক্ষাধিক রুপীর সম্পদের মালিক যিনি তিনি তো ভক্তদের স্বপ্নলোকে আঁচমকা হাজির হবেনই। নির্দেশনা দেবেন কীভাবে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে।
স্বপ্নে স্বপ্নে উইল করবেন। ভাগ বাটোয়ারা করবেন এটাই স্বাভাবিক। তবে এ খবরে সাঁই বাবার প্রকৃত ভক্তদের চমকে যাওয়ার কিছু নেই। কারণ সাঁই বাবার এ সম্পদ বগলদাবা করতে স্বপ্ন দেখা শুরু করেছেন অনেকেই। সাঁই বাবা মারা গেলেন রোববার সকালে।
রাতেই আবার হাজির হলেন ভারতের সলিসিটর জেনারেল গোপাল সুবরামানিয়ামের স্বপ্নলোকে। এসেই তাকে নির্দেশ দিলেন যাজুর মন্দির কমপ্লেক্সে তার শয়নকক্ষে খোঁজাখুঁজি করতে। সেখানে পাওয়া যাবে একটি রূপোর বাক্স। এটা খুললেই পেয়ে যাবে সাঁই সেন্ট্রাল ট্রাস্ট পরিচালনার বিস্তারিত নির্দেশনা। এ নির্দেশনা সাঁই বাবা স্বপ্নে দিয়েছেন বলেই দাবি করছেন সলিসিটর জেনারেল গোপাল সুবরামানিয়াম।
সোমবার সকালে তিনি ট্রাস্টের সদস্যদের তার স্বপ্নের কথা খুলে বলেন। সাঁই বাবার ট্রাস্ট কীভাবে বা কে পরিচালনা করবে এ চিন্তায় ট্রাস্ট সদস্যদের যখন ঘুম হারাম তখন এ ধরনের সংবাদে তোলপাড় হওয়াটাই স্বাভাবিক। তাৎক্ষণিকভাবে পুলিশকে তলব করা হল সাঁই বাবার আবাসিক কমপ্লেক্স খোলার জন্য। পরে ডিআইজি চারু সিনহার নেতৃত্বে পুলিশের একটি টিম প্রবেশ করে সাঁই বাবার সাদমাটা শয়নকক্ষে। কিন্তু একটি বিছানা, একটি চেয়ার ও মেডিসিন চেস্ট ছাড়া সেখানে কিছুই খুঁজে পেলনা পুলিশ টিম।
কোনো রূপোর বাক্স অথবা উইল কিছুই খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ রয়েছে শঙ্কায় না জানি আরো কতশত স্বপ্নের তদন্তে ছুটে যেতে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।