আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সকল নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস!!!

দেশকে ভালবাসি ১.এখন থেকে ১৫-২০ বছর পর পৃথিবীর যে কোন প্রান্তে , যে কোন নির্বাচনী পরীক্ষায় যদি একটি প্রশ্ন হয় যে একটি দেশের নাম উল্লেখ কর, যে দেশটির স্বাধীনতার জন্য পিতা ডাক দিয়েছিলো কিন্তু তার কন্যা অতি মাত্রায় ক্ষমতার লোভের বশবর্তী হয়ে দেশটিকে পরাধীন করে? (উত্তরটি ১৫-২০ বছর পরে নয় এখনি দিতে হবে।) ২.পূর্ববর্তী প্রশ্নের উত্তরে যে সম্ভাব্য দেশের নামটি আপনি উল্লেখ করেছেন, তার কারণ/যুক্তি সমূহ কি কি?(সংক্ষেপে ১০ লাইনের মধ্যে উত্তর দিতে হবে।) ৩.ঐ সমস্ত কারণ বাংলাদেশে পরিলক্ষিত হলে আপনার দ্বায়িত¦ সমূহ কি হওয়া উচিৎ? ৪. পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দল বিদেশী গোয়েন্দা বাহিনীর পরামর্শে, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী সেনাবাহিনীকে হত্যা ও বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে দল বেধে চাকুরীচ্যুত করে চরম হীনমন্যতায় নিক্ষেপ করে? ৫. পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দল নিজেদেরকে আস্তিক ধারণা করে তবে জন সাধারণের মাঝে নাস্তিক্যবাদের প্রচার/ প্রসার ঘটায়? ৬. পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দল বিরোধী দল থাকাকালীন লগি বৈঠা দিয়ে প্রতিবাদ জানায়, হরতাল পালনের সময় অফিসে গমনরত সরকারী কর্মকর্তাদেরকে জনসম্মুখে উলঙ্গ করে তবে, ক্ষমতায় থাকাকালীন সময়ে দাপটের সাথে বন্দুকের ভাষায় কথা বলে? ৭. (বর্তমান প্রশ্নপত্রের সবচেয়ে সহজ প্রশ্ন) পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দল ক্ষমতা গ্রহন করার সাথে সাথেই প্রতিবার শেয়ার মার্কেটে ধ্বস নামে? লক্ষ কোটি টাকা হারিয়ে শত শত লোক আত্মহত্যা করে, কিংবা আত্মহত্যা করার চেষ্টা করে? ৮. পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের মন্ত্রী দিনের আলোতে লক্ষ লক্ষ ঘুষের টাকা সহ ধরা পড়ার পরও মন্ত্রীত্ব বজায় রাখে এবং পরবর্তীতে জনসম্মুখে চরম নির্লজ্জের মতো বক্তৃতা দিয়ে বেড়ায়? ৯. পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের অন্ধ অনুসারীরা প্রশ্নসমূহের সম্ভাব্য উত্তর বুঝতে পেরে গোস্বায় পরীক্ষার হল ত্যাগ করবে? ১০. পরীক্ষার পরের দিন প্রশ্নকারীর নাম ঠিকানা জানতে পারলে ঐ প্রশ্নকারী ও তার পরিবারের উপর কি ধরণের সম্মান/নির্যাতন নেমে আসতে পারে বলে আপনি ধারণা করেন? পাদটিকা: উপরোক্ত প্রশ্নসমূহের সঠিক উত্তর দিতে গিয়ে যদি আপনার অন্তর বাধা প্রদান করে, তবে ধরে নিতে পারেন যে আপনি একজন মুনাফেক এবং গাদ্দার। আর যদি সাহসের সাথে নিজের কাছেই উত্তর দিতে পারেন এবং নেটে সর্বোচ্চ শেয়ার করতে পারেন, তবেই আপনি নিজেকে একজন সত্যিকারের দেশপ্রেমিক ও ধার্মিক ধারণা করতে পারেন। প্রশ্নপত্রকারীর পরিচয়: অতীতে তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন তবে ইদানিং দেশের রাজনীতির নারকীয় হালচাল অবলোকন করে নিজেকে একজন ”রাজনীতিনিরপেক্ষ” হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করেন। পছন্দ · · বন্ধুদের জানান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.