আমাদের কথা খুঁজে নিন

   

সাতই নভেম্বরঃ জাসদের পঙ্গুত্ব বরন ও স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন দিবস

আমি কেবলই আমার মতো স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচয়িতাদের বড় হলো তাঁরা শুধু প্রশ্নেরই জন্ম দিয়েছেন। কিছু সরল প্রশ্নের উত্তর খুঁজে দেখার চেষ্টা করলেও নতুন নতুন হাজারো প্রাসঙ্গিক প্রশ্নের অবতারনা করেছেন। তাই এই ইতিহাসকে প্রশ্নবন্দী ইতিহাস বলাই শ্রেয়। উপরন্তু রয়েছে আলফ্রেড মার্শালের কথার মতে, তাঁরা নিজেরা যা লিখেছেন সেটাই খাঁটি সত্য বলে বিশ্বাস করেছেন এবং পাঠককেও করাতে বদ্ধপরিকর। এর বাইরে কোনকিছুই গ্রহন করতে তাঁরা তীব্র নারাজ।

সাতই নভেম্বর। অবৈধ মোশতাক, খালেদ গং এর পতনের মধ্য দিয়ে আরেক অবৈধ তাহের- জিয়া গং এর উত্থান। যার পুরোভাগের নেতৃত্ব দেন কর্নেল তাহের ও জাসদের গনবাহিনী। জাসদকে মাইনাস করতে তাঁদের ভিতরে লুকিয়ে আশ্রিত স্বাধীনতা-বিরোধী চক্রেরা সক্রিয় হয়। ভিতর থেকে এঁরা এবং বাইরে সক্রিয় হয় তাঁদের আদি-গুরুরা অর্থাৎ চীনাপন্থী বাম ও মুসলিম লীগাররা।

যে সিপাহী-জনতার কথা বলা হয়, সেই সিপাহীরা হলো জাসদের গনবাহিনীর সদস্যরা এবং এদের ভিতরেও দুই ভাগে বিভক্ত ছিল। খাঁটি জাসদপন্থী এবং আশ্রয়গ্রহনকারী স্বাধীনতা-বিরোধী চক্রের চেলা-চামুণ্ডারা। আর যে জনতার কথা বলা হয়, সেই জনতা হলো জাসদের ওই একই শ্রেনীগোষ্ঠী(দু'ভাগে বিভক্ত) এবং চীনাপন্থী বাম ও মুসলিম লীগ, জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম এবং সিরাজ শিকদারের অনুসারীরা। যারা সত্তরের নির্বাচনে নৌকা প্রতীকের বাইরে যারা ভোট দিয়েছিল তাঁরা। জেনে রাখা উচিত, জাসদে এই স্বাধীনতা বিরোধী চক্রের একটি পয়সাওয়ালা গ্রুপ শুরু থেকেই অনুপ্রবেশ করেছিল।

এই হিসাবের বাইরে আমি আর কোন সিপাহী-জনতার হিসাব খুঁজে পাইনা। এটি নিশ্চিতভাবেই একটি রাজনৈতিক বিশ্লেষণ। যার দলিলিক প্রমান না-পাওয়া গেলেও ইতিহাসের ব্যাখ্যা ও বিশ্লেষণে এর ব্যতিক্রম হবার কোন সুযোগ নাই। আইম অনেক কিছুকেই ধর্তব্যে নেয়-না, কিন্তু ইতিহাসের নিজস্ব বিচারে কারো ক্ষমা নাই। ক্ষমা নাই।

এটাই হলো জাসদের পঙ্গুত্ব বরন ও স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন দিবস। এটাকেই ফলভোগীরা সিপাহী-জনতার বিপ্লব নামে পালন করে, আবার হাত ফসকে যাওয়ারা আরেক নামে কান্নাকাটি করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।