আমাদের কথা খুঁজে নিন

   

আমার জন্ম :১: সাতই মার্চ আমার সত্যিকারের জন্মদিন



আমার জন্ম :১: সাতই মার্চ আমার সত্যিকারের জন্মদিন আমার আতুরঘরে আম্মা আমাকে আদর করলেন আমার জন্ম হয় সুবেহসাদিকের সময় জগতের প্রজনন সম্ভাবনায় তখনো মোরগ বাগ দেয়নি মোরগবাগের সময় আম্মা অচেতন হয়ে পড়লেন আমার আতুরঘরে আম্মা ও আমি পাশাপাশি জন্মের আনন্দে যৌনতার দাগ সব মুছে যায় আমার আতুরঘরে আম্মা আমার দিকে তাকিয়ে আছেন _ কার মতো ও !!! আমার জন্ম হয়েছিল আইয়ুবি আমলে আমি বেড়ে উঠছিলাম মুক্তির জমানায় আমার বোল ফুটেছে একাত্তরের আগে আমি পাঞ্জাবি-মুক্তি খেলতে খেলতে বেড়ে উঠি রক্তপ্লাবনের বছর পিতা যখন আমার মাকে ছেড়ে দিলেন_ না তালাক, না রাখার মাঝখানে আমি দুধের শিশু, আমার সাথে ফেরেশতারা ঘুরে বেড়ায় ওরা আমার খেলার সাথী_ আমার জন্য সব বেহেশতি খেলনা আসে আমার আতুর ঘর ভেঙে ফেলা হয়েছে কেনো তোমরা বারবার মুছে দাও জন্মদাগ.... বাংলাদেশের সব হাসপাতাল জীবনের আতুরঘর কবে হয়ে উঠবে সত্যি আজ আমার জন্মদিন বাঙলার জন্মের ঠিক ১৯ দিন আগে আমার জন্ম তাই বাঙলা আমার জমজ ভাই আমার ভাইয়ের জন্মের ঘোষণার দিন আরেকটি সাতই মার্চ আমাদের আতুড়ঘর ভেসে যায় রক্তে । । ২। সত্যি আমার জন্ম সাতই মার্চ ১৯৬৫ সালের সাতই মার্চ, আমার জন্ম ১৯৭১ সালের সাতই মার্চ, আমি শিশু রাজশপুর, গ্রহ-নক্ষত্র সব সাক্ষী আমার দাদা গ্রহদের অবস্হান লিখে রেখেছিলেন কোনো সন্দেহ থাকলে ওদেরকে আমি ডেকে নিয়ে আসবো খন_ আমার বাড়ির সামনের চুনা আমগাছ, বাড়ির আদি বাসিন্দা মিঠাল, দুধাল, নারকেলি আম গাছ সবাই জানে আমার জন্মতারিখ ভোটবেগুনের গাছ জানে, ভূতি জাম গাছ জানে কাঁকড়ি নদী জানে শিশুকে সবচে বেশি ভলোবাসে বৃক্ষ ও নদী সাঁতার ছাড়া জল জীবন পায় না____ শিশু ছাড়া কেউ অভিভূত হয় না _ তাহলে জ্ঞান আসবে কোথা থেকে ? দাদা তিথি নক্ষত্র সব লিখে রেখেছিলেন মানুষের জন্ম কোষ্টি জ্যোর্তিবিজ্ঞানের শুরু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.