I always believe in participation not in performance. বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল।
বাড়ির কাছাকাছি আসতেই বুঝলাম যে বাড়িতে কেউ ঢুকেছে।
আর রাখ ঢাকও করে নি।
তার মানেই চোর না বরং ডাকাত।
যেহেতু একেবারেই প্রত্যন্ত এলাকায় বাড়ি করেছই শখ করে নিরিবিলি থাকব বলে।
তাই আশেপাশেও কেউ নেই।
ফোন দিলাম পুলিশে,
"আমার বাড়িতে ডাকাত পড়েছে। জলদি পুলিশ পাঠান। "
ঠিকানা দিলাম।
তারা বলল,"এই মুহুর্তে ঐ এলাকার কাছাকাছি আমাদের কোন টিম বা পুলিশ স্টেশন নেই।
তাই সম্ভব না। আমরা ঘন্ট ২ এর মধ্যেই পাঠাব। "
আমি ফোন রেখে দিলাম।
২ মিনিট পর আবার ফোন দিলাম।
বললাম,
"আমি ২ মিনিট আগে ফোন করে বলেছিলাম পুলিশ পাঠাতে"
ওপাশ থেকে ,"হুমমম সেটা তো আপনাকে বলাই হল।
এখন সম্ভব না। সময় লাগবে। "
"না না আর পাঠানো লাগবে।
আমি তাদেরকে অলরেডী গুলি করে মেরে ফেলছি। "
.
.
তারপর মনে হয় ৩-৪ মিনিটের মত লাগলো।
আমরা বাড়ির চতুর্দিক পুলিশের গাড়ি দিয়ে ঘেরাও করা। ১ মিনিট পরেই আসল ২ টা হেলিকপ্টার আর অস্ত্রসজ্জিত পুলিশ।
আসামীরাও গ্রেফতার হলো।
.
যাই হোক,
যাওয়ার আগে পুলিশ চীফ আমাকে বললেন,""আমি সম্ভবত বলেছিলেন যে আমি গুলি করেছেন ডাকাতদের"
আমি বললাম,"আমি ভেবেছিলাম আপনারা বলেছিলেন আপনাদের পক্ষে কোন টিম পাঠানো সম্ভব না "
সূত্র : ফেসবুক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।