ম্যাইয়া / বউ : জানো মুই তোমারে অনেক ভালোবাসি কিত্নু তুমি মোরে একটুকো বাস না।
পোলা / স্বামি : মুই ও তোরে বাসি .
ম্যাইয়া / বউ : তুমি মোরে কচু ভালোবাস ,যদি ভালোই বাসতা তাইলে তো মুই এক ছারা সোনার চেইন দেতে কইছিলাম হ্য তো দেলা না .
পোলা / স্বামি : তোরে চেইন দিমু মুই একটু সবুর কর ঈদ পর্যন্ত .
ঈদের দিন এসে গেল কৃষক তার বউকে অনেক কষ্টে সোনার চেইন ,নতুন কাপর দিল . কৃষকের বউ খুর খুসি। তাদের দিন সুখেই কাটতে ছিলো .
হটাৎ একদিন কৃষক অসু্স্থ হয়ে পরল . কিছুতেই তার অসুস্থতা সারছে না ।
দিনকে দিন তার অবস্থা খারাপ হতে লাগল ।
ম্যাইয়া / বউ : আল্লাহ য্যনো মোরে তোমার রোগ দিয়া দেয় ।
আর তুমি যেন তারা তারি ভাল হইয়া উঠতে পার। আল্লা মোরে লইয়া যায় যানো তোমারে থুইয়া যায়। কৃষকের বউ সুদু কাঁদে আর কাঁদে এবং আল্লাহর কাছে প্রর্থনা করে । আজর্রাইল আইলে কমু মোর জিবন কবচ কর মোর স্বমির জিবনের বদলে ।
পোলা / স্বামি : আহারে বউ ডা আমার কত ভালো , কৃষক মনে মনে বলে।
কৃষক তার বউ কে বলে কান্দিস না মুই ভালো হইয়া যামু।
এমন একদিন সন্ধার সময় হটাৎ একদিন কৃষক কের বাড়ীর শিং আলা বড় বলদ টা পানি খা্ওয়ার জন্য বাড়ীতে আসলো কাউকে না পেয়ে বলদ টা রান্না গরে ঢুকল । ভাতের পাতিল কে সে পানির পাতিল মনে করে পাতিলের মধ্যে বলদের মাথা ডুকিয়ে দিল । এবং বলদের মাথা আটকে গেল। বলদ গরুটা আর তার মাথাটা কিছুতেই খুলতে পারছে না ভাত রান্না করার কালো পাতিল মুখে আটকে যাওয়ার জন্য বলদ টা কিছুই চোখ দিয়ে দেখতে পারছে না , অন্য দিকে কৃষকের বউ কাঁদছে আর কাঁদছে এবং কৃষকে বলছে আজর্রাইল আইলে কমু মোর জিবন কবচ কর তোমার বদলে।
এমন সময় শিং আলা বড় বলদ টা কালো পাতিল মুখে হাজির হল ঘরের মধ্যে কারন বলদ টা কিছুই দেখতে পায় না । বলদ টা কে এখন ভংকার দেখাচ্ছে খুবই মনে হয় যেন আজরাইল মাথায় বড় শিং কালো মুখ । কৃষকের বউ ভাবল আজর্রাইল বুজি সত্যি সত্যি জান কবজ করতে অইসে . কৃষকের বউ খুবই ভয় পেল । সে বলদ কে আজর্রাইল ভেবে বলল মুই না মুই না ঐ ঐ হ্যর জিবন কবজ করেন আজর্রাইল ভাই । মোরে মাপ হরেন
>>>>>> ম্যাইয়া গো ভালোবাসা ঠিক এরকম কৃষক ঠিক বুজতে পারলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।