আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ার ২০১২ ( মডুরা দেইখ্যা নেন )

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

সামহোয়ারে ২০১২ সালে কী হবে ? , নতুন কোন অপশন ? , আরো নতুন কিছু ? আমিও জানিনা কী হবে কিন্তু এমন কিছু অপশন হতে পারে যা আমাদের প্রচন্ড দরকার, চলেন কথা না বাড়িয়ে অপশনগুলো দেখে আসি। মডু দয়াবান হলে আমরা অপশন গুলো পেয়েও যেতে পারি। ১. ব্লগার রেটিং ব্লগার রেটিং হলো এমন একটা জিনিস যেটা দিয়া ব্লগারের চরিত্র বুঝা যাবে। সবাই ব্লগারকে প্লাস-মাইনাস মাইরা বুঝায় দিবে এই ব্লগার আসলে কী জিনিস। তবে আমার অবস্থা মনে হয় নিচের ছবিটার মতো হবে।

২.কমেন্ট রেটিং ব্লগার রেটিং বা পোষ্ট রেটিং এর মতো কমেন্ট ও রেট করা যাবে। নিচেই দেখুন না এই ব্লগার কত প্লাস পাইছে ... ৩.জবাব দিন জবাব দিন বাটনটা শুধুমাত্র ব্লগের লেখকের জন্য রাখা হয়েছে। এইটা যদি সবার জন্য উন্মুক্ত রাখা হতো তাহলে মতবাদের বিরুদ্ধের কমেন্টগুলাকে ইচ্ছামত দাঁতভাংগা (!) জবাব দেওয়া জাইত। যেমন এইটাতে দেওয়া যাইত “মাইনষের পুষ্টে নিজের লিংক মারেন কেন ? ” ৪.মন্তুব্য মুছে ফেলুন নিজের পোষ্টে বেফাস কথা বইলা মন্তুব্য মুইছা ফেলা যায়, কিন্তু সেইটা মাইষের পোষ্ট হইলে পুরা ধরা খাইছেন। মডুরা যদি অন্তত মাইষের পুষ্টে নিজের কমেন্টটা মুইছা দেওয়ার বাটন বানাইতো তাইলে কতোই না ভাল হইত।

আবার অনেক সময় এক কমেন্ট দুইবার দিয়া লাইলে সেইটাও মুছা যাইত। নিচের ছবিতে কমেন্ট মুছার অপশন থাকলেও আমি কমেন্টটা মুছুম না, জবাব কিরম দিছে দেখতে হইব না ?? ৫.টেমপ্লেট চেঞ্জ সামুতে য়ামার টেমপ্লেট অপশন থাকলেও তার মাজেজা কী তা আমি, মানে নতুন ব্লগাররা জানি না। আমরা যদি নিজে টেমপ্লেট চেঞ্জ করতে পারতাম, তাইলে কী না সুখ হইত। আবার ছবিতে দেখুন, মডুরা নিজের বানানো টেমপ্লেটও ব্যাবহার করতে দিতাছে। “হে মডুরাম, তুমি যদি দয়া কইরা আমাদের এই অপশন গুলা দাও, তাইলে এ সামু আমরা চিরদিন আগলে রাখব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.