আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতাঃ ঈশ্বর নির্বাচন।

ঈশ্বর নির্বাচন--- হাসান বিন আলী সাদা প্রাসাদে আসবে নতুন রাজা। চলছে এই ভুবনের নতুন ঈশ্বরের জন্য শেষ মুহূর্তের সকল সাজ সজ্জা। প্রস্তুত সব সেনা, নিখুঁতভাবে শেষ হচ্ছে প্রস্তুতির প্রতিটি কনা। পৃথিবী আজ তাকিয়ে গণতন্ত্র আর পুঁজিবাদের সবচেয়ে বড় প্রস্তুতকারক আর রপ্তানীকারকের দিকে। বেছে নেয়া হবে মানবতা, সন্ত্রাস আর সুবিচারের সর্বাধুনিক সংজ্ঞা উৎপাদকের নতুন সংযোজনটিকে।

উৎকন্ঠায় আর উত্তেজনায় কাঁপছে আলাস্কা থেকে কিরিবাতি আর্কটিক থেকে এন্টার্কটিকা। উৎসুক আজ প্রতিটি শাসক অট্রালিকা। যেন জ্বরাক্রান্ত, এই গ্রহের প্রতিটি প্রান্ত। ওঁত পেতে আছে প্রতিটি খবরের পাতা। কি এক অদ্ভুত মাদকতা, এক অব্যর্থ যৌক্তিকতা।

হয়ত আবার জগতের ইতিহাসে দ্বিতীয় বারের মতই কালো কালিতে লিখিত হবে আরেক কালোর অসমাপ্ত বীরত্ব গাথা। কি হবে তাতে? তাতে কি মুক্তি পাবে সুদান,সিরিয়া,কঙ্গো বা আরাকানের ক্ষত বিক্ষত মুমূর্ষু মানবতা? থামবে কি ইরাক, ফিলিস্তিন, বা আফগানের ঝাঁজরা বুকের গনহত্যা? না হবে না কেননা তা হবার নয়। যদি তা না'ই হয় তবে কি আসে যায়, এই অকবির? ব্যর্থ তার এই আয়োজন বৃথাই তার এই অকবিতা। ৫ই নভেম্বর, ২০১২ ইং। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।