আমাদের কথা খুঁজে নিন

   

হ্যারি পটার মুভিতে ব্যবহৃত কিছু জাদুর মন্ত্রের তালিকা।

স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার হ্যারি পটারের জাদুমন্ত্রগুলো জে কে রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজে দেখা যায়। এই সিরিজে জাদুকররা আধুনিক প্রযুক্তির বিকল্প হিসেবে জাদুমন্ত্র ব্যবহার করে। হ্যারি পটার বইগুলোতে মন্ত্র বলতে প্রকৃতপক্ষে বুঝায় কিছু নির্বাচিত শব্দগুচ্ছ; যা জাদুর কাঠি বা জাদুদন্ডের মাধ্যমে প্রয়োগ করে অলৌকিকভাবে যে কোন কার্য সম্পাদন করা যায়। Accio (অ্যাকিও)ঃ একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যকার কোন বস্তুকে মন্ত্র প্রয়োগকারীর নিকট আনে। Alohomora(অ্যালোহোমোরা)ঃ কোন বন্ধ দরজা খুলতে ব্যবহার করা হয়।

Avada Kedavra (আভাদা কেদাভ্রা)ঃ কার্সটি মানুষের তাৎক্ষণিক মৃত্যু ঘটায়। এটা মৃত্যুর কোন চিহ্ন রাখে না। এর কোন প্রতিরোধী কার্স জানা নেই। Crucio(ক্রুসিও) ঃ কাউকে অসহ্য যন্ত্রণা দেওয়া। যন্ত্রণার পরিমাণ মন্ত্র প্রয়োগকারীর ইচ্ছার এবং আবেগের উপর নির্ভর করে।

Expecto Patronum (এক্সপেক্টো পেট্রোনাম) ঃ মন্ত্র প্রয়োগকারীর মনের গভীরতম সুখকর অনুভূতির প্রতিরূপ হিসেবে কোন প্রাণীর প্রতিচ্ছায়ার সৃষ্টি হয়। যা সাধারণত দেখতে ধোঁয়ার মত অর্ধস্বচ্ছ । সেই প্রাণীটিকেই বলা হয় পেট্রোনাস। Imperio(ইম্পেরিও)ঃ কাউকে নিজের বশে আনতে বা কাউকে নিজের কথা মানতে বাধ্য করতে। Expelliarmus(এক্সপেলিয়ার্মাস)ঃ কোন জাদুকরকে নিরস্ত্র করার জন্য প্রয়োগ করা হয়।

Lumos(লুমোস)ঃ আলো জ্বালানোর জন্য প্রয়োগ করা হয়। Sectumsempra(সেক্টাম সেপ্রা)ঃ শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করা হয়। Stupefy (স্টুপিফাই)ঃ কাউকে চেতনা শূন্য করে রাখে। Wingardium Leviosa (উইংগার্ডিয়ান লেভিওসা) - কোন জিনিসকে শূণ্যে ভাসাতে। Rictusempra (রিকটাসেন্ড্রা) - নড়াচড়া করা গাছকে নিস্তেজ করতে।

Aguamenti(অ্যাগুয়ামেন্টি) :মন্ত্র প্রয়োগকারীর জাদুদন্ড থেকে পানির স্রোত বের করে। Aparecium(অ্যাপেরিসিয়াম ): অদৃশ্য কালিকে দৃশ্যমান করে। Confringo(কনফ্রিংগো) : মন্ত্রটির সাহায্যে কোন বস্তুর বিষ্ফোরণ ঘটানো যায়। Confundo(কনফান্ডো) :কাউকে বিভ্রান্ত করতে এবং সাময়িকভাবে স্মৃতি হারিয়ে কাউকে দিয়ে সহজ কোন কাজ করাতে এটি ব্যবহার করা হয়। Evanesco (ইভানেস্কা) : কোন কিছুকে অদৃশ্য করা।

Deletrius(ডিলেট্রিয়াস) : একটি জাদুর কাঠি দ্বারা প্রয়োগকৃত পূর্ববতী মন্ত্রগুলোর রেকর্ড মুছে ফেলা। Duro(ডিউরো ): কোন বস্তুকে শক্ত করা। Incendio(ইন্সেন্দিও)ঃ আগুন উৎপন্ন করে। Obliviate( অবলিভিয়েট) ঃ স্মৃতি মুছে ফেলে । Reducto (রিদাক্টো)ঃ নিক্ষেপকারীকে সলিড অবজেক্ট নিক্ষেপ করতে সাহায্য করে।

ডার্ক লর্ড থেকে সংগৃহীত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.