স্বপ্ন বুনি ফ্রেমে ফ্রেমে
অবশেষে পুরোদমে চালু হলো সিনেমা পিপলস এর অনলাইন ঠিকানার।
শুরুতেই উপরের অ্যাডমিন বার থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে রজিস্টার করতে পারবেন এবং একি বার থেকে লগ ইন এ ক্লিক করে লগ ইন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় দয়া করে ইউজার নাম এ কোন ফাকা জায়গা রাখবেন না। রেজিস্টার সম্পন্ন করার পর আপনার ইমেইল চেক করুন। ইনবক্সে না পেলে স্প্যাম ফোল্ডার চেক করুন অ্যাক্টিভেশন লিঙ্ক এর জন্য।
লগ ইন করার পর আপনার অ্যাডমিন বারে আপনি পাবেন আপনার প্রোফাইল লিঙ্ক - যেখান থেকে আপনি প্রোফাইল/সেটিংস/গ্রুপ ইত্যাদী ম্যানেজ করতে পারবেন।
মেনুগুলো সম্পর্কে কিছুটা পরিচিতি দেয়া উচিত।
গোল টেবিল - এখানে মেম্বাররা ইচ্ছে মতো আড্ডা দিতে পারবেন। এর অধীনে রয়েছে বিভিন্ন গ্রুপ (এডিটর, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার ইত্যাদী) যেখানে গ্রুপ সম্পর্কিত টপিক নিয়ে আলোচনা চালানো যাবে। এছাড়া, অ্যাক্তিভিটিজ থেকে আপনি দেখতে পাবেন কে কোথায় কি করছে।
আপনি চাইলে ফেসবুকের মতো স্ট্যাটাস দিতে পারবেন।
সিপির কাজ - এখানে পাবেন সিনেমা পিপলস এর ব্যানারে যাবতীয় কাজের বিস্তারিত তথ্য।
ছবির হাট - শুটিং এর সময় তোলা ছবির গ্যালারী পাবেন এখানে।
আর্টিকেল - সিনেমা সম্পর্কিত সকল আর্টিকেল পাবেন এখানে। ড্রপ ডাউন মেনু থেকে খুজে নিতে পারেন আপনার পছন্দের টপিক।
বায়োস্কোপ - আপনার কাজ সিপি'র ওয়েবসাইটে শেয়ার করতে চাইলে এখানে স্থান হবে আপনার কাজের।
রিসোর্স - মুলত ইবুক ও ভিডিও টিওটোরিয়াল ডাউনলোড করার জোন। ডাউনলোড করার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে।
সিনেমা উতসব - বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তথ্য পাবেন এখানে
হট লিঙ্ক - সিনেমা সম্পর্কিত অন্যান্য ব্লগ ও ওয়েবসাইট এর লিঙ্ক পাবেন এখানে।
সাহায্য পাতা - সমস্যা? ঘুরে আসুন এখান থেকে।
সিনেমা পিপলস বাংলা চলচ্চিত্র নির্মাতাদের সর্বপ্রথম ও সর্ববৃহত নেটওয়ার্ক। আমরা স্বপ্ন বুনি ফ্রেমে ফ্রেমে। [/si
সাইট ডিজাইন করেছেনঃ আশিক, তূর্য এবং ব্লগার মাস্টার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।