দুনিয়াটা এখনও পুরটাই ওজানা……মানুষ গুলো আজও কেন জান। । অচেনা……তবু ভাবি হয়ত কোন সকাল আসবে যেদিন অজানা-অচেনার গান আর গাইতে হবে না… প্রতিটি দিনের মত আজকের দিনটাও শুরু হতে পারত সকালের আলোক ছটা নিজের গায়ে মেখে। কিন্তু পুরো এক নতুন রুপ নিয়েই আজকের দিনের সাথে পথচলা শুরু। দিনের শুরু থেকেই টিপ টিপ শব্দে মুখরিত ছিল চারপাশ।
ইচ্ছে ছিল ক্লাস ফাকি দিয়ে সকালের ঘুমটাকে না ভেঙ্গে তা উপভোগ করার। সম্ভব হয়ে উঠেনি তা আর। ঘুমকে বলি দিয়ে থিকই বের হয়ে যেতে হয়েছে সকালেই। ভিজে ছেপ ছেপে জামা কাপড় নিয়েই বাস এর জানালার ধারের ছিটটি দখল করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ভেজা জানালার কাচে চোখ জেতেই অন্য রকম এক অনুভুতি নাড়া দিল।
নতুন ভাবে নিজের চোখে ব্রিস্টি ধরা পরছিল। কোন ভাবেই তখন “নভেম্বর রেইন” গানটা না শুনার ইচ্ছাকে দূরে থেলে সরাতে পারছিলাম না। হেডফোন কানে গুজে শুনার সময় শিতল হাওয়া সত্যি সত্যি শীতের আগমনের কথা জানান দিচ্ছিল। অনেক দিনের অপেক্ষার পালা আবার শেষ হয়ার পথে। শীতের আগমনী বারতা শুনা যায় সবখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।