আমাদের কথা খুঁজে নিন

   

তারা মরে নিঃশব্দে, প্রতিরোধ করার উপায় তাদের জানা নেই আর যারা মারে তাদের প্রতি আমরা তেমনি নিঃশব্দ আর প্রতিরোধহীন

একজন রুমাকে দুনিয়ায় আনতে কি পরিমান কষ্ট সেটা রিয়াদ সিদ্দিকি এবং অনন্যা দম্পতি খুব ভাল করেই জানে। কারন এদেরও দুটি সন্তান রয়েছে। সামান্য একটু ভাল খাবার আর থাকার আশায় হয়ত রুমার জন্মদাতারা তাঁকে এই মানুষরূপী হায়েনাদের উপর তুলে দিয়েছিল। কিন্তু সেটায় ১২ বছরের শিশু রুমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। অন্যন্যা নামে ইনসেটের এই মহিলা আজ তাঁকে দুনিয়া থেকে বিদায় করে দিল এক নিমিষেই।

ঘটনাটি চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা এম এম রোডের এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পাশের 'আইডিয়াল মেলোডি' বিল্ডিংয়ে আজ দিনের কোন এক সময় ঘটেছে। ঘটনা ঘটিয়ে বিকেলেই বাসার মুল্যবান জিনিসপত্র এবং দুই সন্তান নিয়ে পালিয়েছে ঘরের মালিক অন্যনা। পুলিশ একটু আগে লাশ উদ্ধার করেছে বাসার তালা ভেঙ্গে। কোটি টাকা দামি এপার্টমেন্টে থাকা তথাকথিত শিক্ষিত এমন মানুষের হাতে নিয়মিতই ঘটছে রুমা হত্যার মত এমন ঘটনা। সমঝোতা আর টাকা দিয়েই এরা সবসময় পার পেয়ে যাচ্ছে।

হয়ত রুমা হত্যাও এভাবে চলে যাবে... পোষ্ট সংগৃহীত (বুমেরাং)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।