আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ভাবনা.......(সৃষ্টিশীল কাজের জন্য মানুষ, ধ্বংসের জন্য নয়। )

আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। কিন্তু আমাদের সমস্যা হল আমরা শুধু এক নিজেকে ছাড়া আর সবাইকে ঠিক মানুষ মনে করে উঠতে পারিনা। আমরা সবসময়ই কুনো না কুনো ভাবে নিজের সাথে অন্য আর একজনের মাঝে পার্থক্য গড়ে তুলি। এবং আমি ছাড়া বাকি সবাইকে তুচ্ছ মনে করি। ক্ষমতার বলে দুর্বল কে নিষ্পেষিত করি।

ব্যাঙ্গ বিদ্রুপ করে অপমান করি। কেউ যদি ভালো কিছু করতে যায় এবং ভালো কিছু করে ফেলতে সমর্থ হয় অথবা ভালো কিছু করতে উদ্যত হয় তাহলে আমরা তাকে হিংসা করি। আমরা কখনোই তাকে অনুপ্রাণিত করিনা, বরং ব্যাঙ্গ করে নিরুৎসাহিত করি। তবে হ্যা। সবাই যে এই ধরনের মানসিকতা নিয়ে চলে তা কিন্তু না।

বরং এই ধরনের মানুষ নামের অমানুষের সংখ্যাই কম। কিন্তু তাতে কি? যারা এদের দ্বারা আক্রান্ত তাদের সংখ্যা যে অনেক বেশি! মেনে নিলাম, অনেকেই আছেন যারা ঠিক যে কাজের জন্য উপযুক্ত না তাড়াও সেই কাজ করার জন্য উদ্যত হয়। এবং অনেক হাস্য- রসের সৃষ্টি করে। ফলে সমাজে কিছু সময়ের জন্য হলেও সে নিজেকে বিনোদনের উপযুক্ত বস্তু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কিন্তু আমরা যারা যারা সেই কাজ টির জন্য উপযুক্ত তারা সবাই কি কখনো সেই কাজটিতে হাত দিয়েছি? যদিও বা দিয়েছি, কিন্তু আমরা সবাই কি সবসময় সাকসেস হতে পেরেছি? এবং এই সাকসেস না হতে পারার জন্য কি যারা কাজটি সাকসেস করার জন্য উপযুক্ত ছিলাম, তাড়াও কি ব্যাঙ্গ বিদ্রুপের শিকার হইনি? শুধু তাই না।

আমরা মানুষ হয়ে আর একজন মানুষ কে প্রচণ্ড ভাবে ঘৃণাও করতে পারি। এবং মানুষে মানুষে এই তীব্র ঘৃণার সৃষ্টি শুধু মাত্র ধর্ম কে ঘিরে। তার কারন আজকে এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষ কে সত্রু মনে করি। কাফির বলে গালি দেই, স্বধর্ম বিরোধী দের জাহান্নামী বলে উপহাস করি। বিধর্মী কে হত্যা করে জান্নাতের টিকিট অর্জন করি।

আজকে আমি যদি মুসলমান না হতাম তাহলে কখনোই আমেরিকার এই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শত শত মানুষ গুলোর ক্রন্দনে হাত তালি দিয়ে বলতে পারতাম না ইহা আল্লাহর কুদরতি গজব! এটাই কাফির দের জন্য উচিত শিক্ষা। আমরা এই রকম করার কারন হল তাড়াও( বিধর্মী) আমাদের বেলায় একই মানসিকতা পূষন করে। এবং সেটাও সেই ধর্মের কারনেই। আমরা মুসলমানরও কুনো দুর্যোগের মুখে পড়লে নিশ্চয়ই তাড়াও এভাবেই আমাদের উপহাস করে শুধু মাত্র ধর্মের কারনে। আজ এই ধর্ম না থাকলে কিন্তু আমাদের পরিচয় হতো আমরা সবাই মানুষ কেও কাফির নই, কেও জাহান্নামী নই ।

আমরা সবাই একই জাতি। মানব জাতি। আমাদের একটাই ধর্ম, সেটা হল মানব ধর্ম। মানুষের তরে মানুষ। সৃষ্টির জন্য মানুষ, ধংসের জন্য নয়।

আমাদের জীবন টা খুব অল্প দিনের। তাই আমাদের উচিত এই সময় টা কাজে লাগানোর। আমরা এই সময় টা ধর্ম ধর্ম না করে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী উপহার দেবার জন্য সবাই এক হয়ে কাজ করি। এমন কিছু করি যেন পরবর্তী প্রজন্ম আমাদের সুন্দর এই পৃথিবীতে কোন হিংসা, ক্রোধ, এইসবের ছায়ায় বড় না হয়। এবং সেটা তখনি সম্ভব যখন আমরা সবাই একজন আর একজন কে মানুষ ভাবতে পারবো।

সবাই সবার জন্য শান্তি কামনা করতে পারবো। এবং তার জন্য আমাদের ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।