একজন তরুন.. হে সাগর, হে নদী, সব পানি শুষে ফেলো গ্রীস্মের তপ্ত মাঠের মতো; চিরে ফেলো বুক, চৌচির করে ফেলো... আমার প্রিয়তমা, রূপসী বাঙলার চোখের জল, কানায় কানায় ভরে দেবে তোমায়; নয়তো ডুবে যাবে ধানক্ষেত, আঁকা বাঁকা মেঠোপথ, উঠোনের রজনীগন্ধা,ঐ দুরের কৃষ্ণচূড়া। ডুবে যাবে সব, ডুবে যাবে পৃথিবী, ফসলের হাসি, ডুবে যাবে ঈশ্বর,ডুবে যাবে ঘর; ডুবে যাবো আমি; ভেসে যাবে, একাকার হয়ে যাবে তুমি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।