কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ বিষয়টা আসলেই আনন্দের! কাজ শুরু করাটাই একটি অসুবিধার বিষয়। একবার শুরু করতে পারলে এরপর দায়িত্ব হলো আলস্য না করে কাজ করে যাওয়া। কিন্তু শুরুটা ভালো হওয়ার দরকার আছে, ঠিকমত শুরু করতে না পারলে সামনে চলার পথ জটিল হয়ে ওঠে।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলাম ২০০৬ সালের ১০ নভেম্বর। আর কয়েকদিন পর ১০ নভেম্বর ২০১২ আমার সংগঠনের অর্ধ-যুগ পূতি অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি।
দেখতে দেখতেই সময়গুলো চলে গেল!
অর্ধ-যুগ পূর্তি উপলক্ষে আমরা ঢাকা এবং সিলেটে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় ১০ নভেম্বর, শনিবার পুরোনো এবং নতুন কর্মীদের সম্মেলন এবং একটি স্মারক বক্তৃতার আয়োজন থাকবে । সিলেটে ১৩ থেকে ১৬ নভেম্বর চারদিনব্যাপি শিশু-কিশোরদের জন্য 'সায়েন্স ফিকশন এবং অ্যানিমেটেড চলচ্চিত্র উৎসবে'র আয়োজন করা হচ্ছে। ঢাকায় যে স্মারক বক্তৃতাটি এ বছর থেকে শুরু করছি তা আমরা প্রতিবছর একটি নির্দিষ্ট সময় এবং বিষয় নিয়ে আয়োজনের চেষ্টা করবো। এ কর্মসূচিগুলোর পাশাপাশি কর্মীদের জন্য সাংগঠনিক বেশ কিছু কর্মসূচিও থাকবে।
আর এ সব আয়োজনের মধ্য দিয়েই আমাদের ৭ম বর্ষের পথচলা শুরু হয়ে যাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।