আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধযুগ পার করা ব্লগার একরামুল হক শামীমের জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা

কাঁদো, যখনি কাঁদতে ইচ্ছে করবে। কান্না শুদ্ধতম আবেগ প্রকাশের একমাত্র উতকৃষ্ট মাধ্যম। অতি সুখের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়, অতি দু:খের সংবাদ এ মানুষ শুদ্ধতা খুজে পায়। কাজেই কাঁদো, কেঁদেই তোমার জীবনকে তুমি শুদ্ধতা দান করো। - তুর্কী মরমী কবি দাদায়েম ঈমাস প্রথম ব্লগে যখন পড়ালেখা করতাম আমার বাসায় কোন ইন্টারনেট সংযোগ ছিলো না।

প্রতিদিন অফিসে গিয়ে ব্লগ পড়তাম। সকালবেলা অফিসে গিয়ে সামহোয়ারে লগিন করেই পাতার পর পাতা উল্টাতাম আগের রাতে কে কি পোষ্ট দিয়েছে দেখার জন্য। এখন ব্লগে প্রচন্ডভাবে অনিয়মিত। তবু আজ আবার কয়েক পাতা পেছনে গেলাম এক এক করে। যদি কোন পোষ্ট খুঁজে পাওয়া যায়।

পেলাম না। তাই এতো রাতে নিজেই লিখতে বসে গেলাম। আজ আমার অতি প্রিয় মানুষ, ব্লগার একরামুল হক শামীমের জন্মদিন। ফেসবুকে হঠাতই দেখলাম আজ তার জন্মদিন। তার ওয়ালে গিয়ে শুভেচ্ছা বানী লিখে রেখে আসলাম।

ভাবলাম ব্লগের মাধ্যমেও একটা শুভেচ্ছা জানিয়ে রাখি। শামীমের সাথে প্রথম দেখা কোন এক ব্লগাড্ডায়। খুব সম্ভাব ২০০৭/০৮ সালের দিকে। তখন বেশ ঘন ঘন ব্লগারদের আড্ডা হতো। এখনও হয় কিনা জানিনা।

সেই রকম কোন এক আড্ডায় শামীমের সাথে আমার দেখা। ছোটখাটো, প্রাণোচ্ছল, বুদ্ধিদীপ্ত চেহারা, মুখে সারাক্ষণ একটা হাসি লেগে আছে। লেখার মাধ্যমে সবার হৃদয় জয় করে নিয়েছে। পরিচয়ের পর আচার-ব্যবহারের মাধ্যমে সে আমার হৃদয় জয় করে নিলো। এরপর অনেকবারই শামীমের সাথে দেখা হয়েছে।

কোন এক পহেলা বৈশাখে সারাদিন ব্লগারদের সাথে আড্ডার দিনটি আমার জীবনে স্মরনীয় দিন। নানা সময়ে নানা বিষয়ে অনেক অনেক আলাপ হয়েছে শামীমের সাথে। কখনো একমত হয়েছি, কখনো দ্বিমত হয়েছি। একসময় ভার্চুয়াল জগত নিয়ে আমার বেশ উষ্মার ভাব ছিলো। শামীম সহ আরো অনেক ব্লগারদের সাহচর্যে আমার সেই উষ্মার ভাবটি আজ বিলুপ্ত।

তাদের প্রতিনিয়ত অনুপ্রেরনার কারনে আমি একের পর এক লেখা পোষ্ট করতাম। ঘন্টার পর ঘন্টা ব্লগে সময় কাটাতাম তাদের লেখা পড়ার জন্য। তাই আজ ব্লগে নিয়মিত লেখালেখি না করা সত্বেও ফেসবুকে কোন এক গ্রুপে সম্পূর্ন অপরিচিত একজন আমাকে জিজ্ঞেস করেন, Are you a blogger? তখন মনটা সত্যিই আনন্দে পূর্ন হয়। ব্লগার জীবনটা সার্থক হয়। ভাবি, একজন ব্লগারের জন্মদিন ব্লগেই পালন করা উত্তম।

তাই গভীর রাতে এই শুভেচ্ছা পোষ্টের অবতারনা। শুভ জন্মদিন প্রিয় ব্লগার একরামুল হক শামীম। ভালো থাকো আজীবন। তোমার সৃষ্টিশীল কর্ম ছড়িয়ে পড়ুক বিশ্বময়, এই কামনা। একরামুল হক শামীমের ব্লগ লিংক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।