আমাদের কথা খুঁজে নিন

   

মহান! তালেবানকে কলঙ্কিত করার ষড়যন্ত্র?

পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালা গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সাজানো বললেন, এক পাকিস্তানি বংশোদ্ভূত মৌলবাদ সমর্থক ব্রীটিষ নেতা। এটাকে পাকিস্তান সরকারের ষড়যন্ত্র বললেন লর্ড নাজির আহমেদ নামের এই নেতা। লন্ডনে এক বৈঠকে এই মন্তব্য করেন। মনগড়া বক্তব্যটির সমর্থনে কোন সাপোর্টিং তথ্য দেননি। পাকিস্তানি বংশোদ্ভূত লর্ড আহমেদ বলেন, (মহান!) তালেবানকে কলঙ্কিত করার ষড়যন্ত্র হিসেবে স্কুলছাত্রী মালালাকে (১৫) হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে।

আর এটাকে তালেবানের শক্ত ঘাঁটি ওয়াজিরিস্তানে সামরিক অভিযান চালানোর অজুহাত হিসেবে পাকিস্তানের সরকার ব্যবহার করতে পারে। তালেবান এমন কি মহান হইয়া গেল যে তারে কলঙ্ককিত করা লাগবে? তালেবানের ঘাঁটি ওয়াজিরিস্তানে সামরিক অভিযান চালানো তো নতুন কিছু না। ২০০৭ থেকেই অব্যাহত আছে। এটার জন্য কোন অজুহাত লাগে নাকি? এই কুত্তারা তো এই ঈদেই জামাতে আত্নঘাতি বোমা হামলা চালাইয়া ৪০ -৪৫ জন নামাজরতদের হত্যা করলো। আর প্রথম আলো বেকুবের মত এই মৌলবাদির বক্তব্যটিই ধনান্তরি হিসাবেই হাইলাইট করলো।

‘মালালা সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে পারে’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.