আমাদের কথা খুঁজে নিন

   

অনন্তকে নিয়ে অসংখ্য ফানের অবসান হোক

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।  ভদ্র লোক অভদ্রকেও অভদ্র বলে গালি দেয় না । যারা এতদিধ অনন্ত জলিলকে নিয়ে ফান করেছেন তার মাত্রাটা এতটাই ভয়াবহ রকম বেড়ে গিয়েছিল যে কেএফসির ঐ হতচ্ছাড়াগুলো অনন্তকে অপমান করা জায়েজ মনে করেছে । দোষটা কার ? বিবেচনা করার সময় কিন্তু এখনো ফুরিয়ে যায় নি । ফুরিয়ে যায় নি শুধরানোর সময় ।

এখন আবার নতুন এক বিতর্কের শুরু । এক বিতর্ক মরতে না মরতে তার জায়গায় আরেক বিতর্ক । এই বিতর্ক অবশ্য আগেও ছিল । তবে আর ইউ পম গানার মত সিরিয়াস আর প্রতাপশালি তর্কের কাছে রা পায় নি । এই বিতর্ক হল অনন্তের কি অভিনয় ছেড়ে দেয়া উচিত এই বিতর্ক ।

আমার মনে হয় ,হ্যা ,ছেড়ে দিলেই ভালো । প্রযোজনার জায়গাটাতে তাকে দারুন মানাচ্ছে । তিনি সেখানে কাজও ভালো চালাচ্ছেন । কিন্তু তা আলোচনায় আসছে না তার অভিনয়ে ত্রুটি থাকাতে । অথচ দেশে কিন্তু প্রতিভাময়ি প্রচুর অভিনয় শিল্পী আছে ।

আমাদের নাট্যশিল্প বেশ সমৃদ্ধ । প্রধানত নাট্যাভিনেতারা যে ছবিই করুন তা ব্যাবসা করছেই । দর্শক গিলছে তার মানে কাজ যাই হোক অতটা খারাপ হচ্ছে না । এরকম ছবির উদাহারন আংগুল দিয়ে দেখিয়ে দিতে হয় না । এমনটা যদি হয় তবে আমরা কৃতি প্রযোজক অনন্তের অনেক চমত্‍কার সিনেমা পাব ।

লাভটা কিন্তু দর্শক আর বাংলা সিনেমারই ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।