আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার জগতে অনন্তকে "মোস্ট ওয়েলকাম"

একটা জিনিস কিছুতেই বুঝি না... তুমি বাংলাছবিরে ভালবাস, সিনেমার অবস্থা খারাপ দেইখা তোমার মন কান্দে, বাংলাদেশী সিনেমারে ওয়ার্ল্ড ক্লাস বানাইবার চাও, এর লাইগা ট্যাকা খরচা করতে তোমার দিল কাঁপে না, বাংলাছবির কল্যাণের জন্যে তুমি নিবেদিত প্রাণ...etc etc. ভালা, সবই ভালা | আমরা পুরা জাতি তোমার সাথে আছি | আমরা চাই তুমি অনেক ভালা সিনেমা তৈরী কর, তোমার হাত ধইরা (আসলে টাকা) ফিল্ম ইন্ডাস্ট্রি আকাশে উড়ুক, বাংলার এফ.ডি.সি. তে তৈরী হোক হলিউডের চাইতেও উন্নত সিনেমা (অবশ্যই নিজের সংস্কৃতিকে মাথায় রেখে, মাছি মারা কেরানির মত অন্য দেশীয় সংস্কৃতি এবং বেহায়াপনাকে কপি না করে) | সারাবিশ্বের প্রক্ষাগৃহ ফাটায় দিক আমাদের সিনেমা | আমাদের সিনেমার গান বাজুক অন্য দেশের রাস্তায় অলিতে-গলিতে, পারিবারিক, ধর্মীয়, আনন্দ উত্সবে, বিয়ে বাড়িতে, মহল্লার অনুষ্ঠানে, ওয়েলকাম টিউনে, রিংটোনে, সকালে-বিকালে-সন্ধায়-রাতে, এমনকি স্বপ্নেও (যেমন আমাদের দেশে বাজে ভারতীয় সিনেমার প্রায় অখাদ্য গানসমূহ) | এক কথায় ফাটিয়ে দাও সারা বিশ্ব | আমরা তোমার সাথে আছি, থাকব | শুধু একটা প্রশ্ন... বাংলাদেশে কী অভিনয় শিল্পীর আকাল পড়েছে যে তোমাকে অভিনয় করতে হবে? তুমি তো অভিনয়ের অ ও জান না | একটিং কর রোবটের মত আর কথা কও ছাগলের মত ম্যা ম্যা করে | বাংলাই মিয়া কইবার পার না আবার মাঝে মাঝে যাও ইংরেজী মারাতে....!!! খালি যদি তুমি টাকা না দিতা ,আমার বিশ্বাস কোন পরিচালক তোমারে তার সিনেমার সেটেই ঢুকবার দিত না | তোমার অভিনয়ের কারণেই তোমার মুভি অখাদ্য | তুমি প্রযোজনা কর, তাই বইলা কি তোমারে একটিংও করতে হবে? যা তুমি এক্কেবারে পার না | একটা ভাল একটর দিয়া অভিনয় করাও, সিনেমা হিট হতে বাধ্য... শেষ বেলায় একটা পরামর্শ দেই... আর কারও দিকে নজর দাও আর না দাও, নায়িকার কাপড়ের বাজেটের দিকে একটু নজর দিও| বাজেটটা যেন ক্রমশ কমতে না থাকে | বাংলাদেশে কাপড়ের অভাব নাই | আমাদের দেশে অনেক কাপড় তৈরী হয় | বাহিরের দেশ আমাদের কাপড় পড়ে | তাই বলি, বৈশ্বিক মন্দার কারণে নায়িকার কাপড়ের দৈর্ঘ্য প্রস্থ যেন ছোট না হয় | হাজার হোক, যে নায়িকার চরিত্রে অভিনয় করে সে তো তোমারই বিয়ে করা বউ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.