Click This Link পাকিস্তানের সোয়াত উপত্যকায় গুলিতে আহত মালালা ইউসুফজাই পাকিস্তান সরকারের ষড়যন্ত্রমূলক পরিকল্পনার শিকার হয়ে থাকতে পারে। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা লর্ড নাজির আহমেদ লন্ডনে এক বৈঠকে এই মন্তব্য করেন। এদিকে মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে যুক্তরাজ্যে মার্কিন হাইকমিশনে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তানি বংশোদ্ভূত লর্ড আহমেদ বলেন, তালেবানকে কলঙ্কিত করার ষড়যন্ত্র হিসেবে স্কুলছাত্রী মালালাকে (১৫) হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে। আর এটাকে তালেবানের শক্ত ঘাঁটি ওয়াজিরিস্তানে সামরিক অভিযান চালানোর অজুহাত হিসেবে পাকিস্তানের সরকার ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের কয়েকটি ঘটনা লন্ডনেও ঘটেছে। এদিকে পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সাইদ নাইয়ার হুসেইন বুখারি গত বৃহস্পতিবার বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মালালার খোঁজখবর নিয়েছেন। টেলিগ্রাফ ও এপিপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।