আমাদের কথা খুঁজে নিন

   

waiting for next TRAGEDY

কিছুই হবে না। বরং ২/৪ দিন ফেবু/ ব্লগ/ সংবাদপত্র/ টেলিভিশনের জন্য একটা ইস্যু হল। কয়েকদিন নাড়াচাড়া করা হবে। তারপর সব নরমাল হয়ে যাবে। "তাজরীন ফ্যাশন" ট্রাজেডির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছিল?? কেন তাদের সিঁড়ি গুলো সরু ছিল? কেন চাদের গেইট বন্ধ ছিল? কেন কর্মকর্তারা বলেছিলো বাইরে ফায়ার সার্ভিসের মহড়া চলছে?? সেই সব কর্মকর্তার কোন বিচার হয়েছিল?? আবার যাদের আত্মীয়স্বজন মারা গেল তাদের কত জন কে ক্ষতিপূরন দেয়া হয়েছিল তার কোন সঠিক হিসাব আছে? সবাই কে দিয়েছে কিনা সন্দেহ আছে। খুঁজ নিলে দেখা যাবে "তাজরীন ফ্যাশন" এর মালিক ঠিকই "বীমা"র টাকা বুঝে পেয়েছেন। তেমনি "রানা প্লাজা" ট্রাজেডিরও কোন বিচার হবে না। বিচার হবে না--- "রানা প্লাজা"র মালিকের, "রানা প্লাজা"য় অবস্থিত গার্মেন্টস মালিকদের, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারের/ সেসব সরকারী কর্মকর্তাদের যাদের দায়িত্ব ছিল এসব অবৈধ ভবন সনাক্তকরে সীলগালা করে দেয়া। কিছুই হবে না। বরং আমাদের উচিত waiting for next TRAGEDY

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।