আমাদের কথা খুঁজে নিন

   

সউদি আরবে বিয়ের আসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২৩

i love my country সউদি আরবের একটি বিয়ের আসরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়। গত মঙ্গলবার পূর্বাঞ্চলের আবকাইক প্রদেশের আইন বদর গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের আনন্দ উদযাপনে ছোড়া গুলিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বলে জানান ওই কর্মকর্তা। রয়টার্স।

দেশটির পূর্ব প্রদেশের কর্মকর্তা আব্দুল্লাহ কাশমান জানান, বিয়েবাড়ির সদর দরজার ওপর একটি হাই-ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সদর দরজাটি ধাতুর তৈরি হওয়ায় ওই দরজা দিয়ে বেরোনোর চেষ্টার সময় প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। নিহতরা সবাই একই গোত্রের সদস্য। স্থানীয় একটি পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, বাড়িটির বিশাল উঠানে বিক্ষিপ্তভাবে অনেক চেয়ার এবং মাঝখানে আলোকসজ্জায় ব্যবহৃত ছোট বৈদ্যুতিক বাতি ও আনুষঙ্গিক তার প্যাঁচানো অবস্থায় একটি অস্থায়ী খুঁটি পড়ে রয়েছে। গত মাসেই বিয়ের আসরে বন্দুকের গুলি ছোড়া নিষিদ্ধ ঘোষণা করে সউদি সরকার।

তবে ইসলামী রাষ্ট্রটির আদিবাসী এলাকায় এ ঐতিহ্যটি বেশ জনপ্রিয়। পূর্ব প্রদেশের গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সউদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সউদি প্রেস এজেন্সি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.