গত ১০ ই মে শনিবার রাত ৮ টায় আল খোবার নগরীর আল হারবী অডিটোরিয়ামে ইমিগ্রান্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট বাংলাদেশ আইডিটিবির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।বাংলাদেশী প্রবাসীদের কষ্টার্জি্ত পয়শা বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকান্ডে বিনিয়োগ এবং প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমসযা সমাধানের উদ্দেশেযই এই ট্রাস্টের প্রতিষ্ঠা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বযবসায়ী বিল্লাল হোসন,মোঃকামাল হোসাইন খান সুমন,ইউসুফ মাস্টার,আব্দুসসবুর খান ও মিজানুর রহমান প্রমূখ।অনুষ্ঠানে ট্রাস্টের সদসযগনের প্রতযক্ষ ভোটে ১০ সদসযবিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠিত হয়।নির্বচিত সদসযরা হলেন চেয়ারমযান পদে বিশিষ্ট বযবসায়ী বিল্লাল হোসন,ভাইস চেয়ারমযান পদে যথাক্রমে মিজানুর রহমান ও ইউসুফ মাস্টার,বযবস্থাপনাপরিচালক পদে মোঃকামাল হোসাইন খান সুমন এবং পরিচালক পদে যথাক্রমে ১. আলী আকবর, ২. আব্দুসসবুর খান, ৩. মোঃ শাজাহহন মিঞা, ৪. জামাল হোসেন, ৫. আব্দুল মালেক ও ৬. মহিউদ্দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।