আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ছবি (কাশ্মির সফর)।

ঘুরতে গিয়েছিলাম বাবা সুকুরউদ্দিন ওয়ালী-র মাজারে। পাহাড়ের পর পাহাড় ডিংগিয়ে পাহাড়ের চূড়ায় মাজার। যাবার পথের কিছু ছবি ব্লগার ভাইদের সাথে শেয়ার করলাম। চিনার গাছ,কাশ্মিরীরা এই গাছকে খুব সম্মান করে। পাহাড়ি রাস্তা।

পাহাড়ের উপর থেকে ঝিল ওয়ালুর,যা কিনা এশিয়ার বৃহত্তম ঝিল। ছবির এই জায়গাটা কাশ্মিরীরা বাংলাদেশ নাম রেখেছে। ওয়ালুর ঝিল। পাহাড়ি রাস্তা। মাজারে টাংগানো সাইনবোর্ডে বাবা সুকুরউদ্দিন ওয়ালির ইতিহাস।

মাজারের সামনে মেলা। পাহাড়ি রাস্তা। নিঃসঙ্গ বসতি। দুর থেকে বাংলাদেশ গ্রাম। ওয়ালুর ঝিল।

ওয়ালুর ঝিল। দুরে কোথাও।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।