কাছের এবং দূরের সবই ঝাপসা হয়ে যাচ্ছে, নিঃসঙ্গ চক্রের মাঝে ঘুরপাক খাচ্ছে দূরত্বের সব হিসেব। সুতোর বাঁধন সব একে একে ছিঁড়ে যায়। কষ্টের দাঁগও হয়তো মুছে যায় সময়ে। অথবা, কষ্টের হিসেবই বা কেন? কষ্ট আর কতোদিন বেঁচে থাকবে? সেও শুন্যের পথে পাড়ি জমিয়েছে বহু আগেই। স্বীকৃতির অভাবে বাকি সব অনুভূতিও ধুয়ে মুছে গেছে কবে! শুধু রেখে গেছে শুন্যতা, শুন্য স্থান। আচ্ছা, শুন্যতার মাঝেও কি দূরত্ব মাপা যায়? কতদূর গেলে পূর্ণ হবে শুন্যতা? বৃত্তের পরিধিতে ঘুরেই চলেছি শুধু, শুন্যতার কেন্দ্রে পৌছাতে এখনও বাকী আছে অসীম পথ চলা কবিতাটি ইতিপূর্বে বাংলা-কবিতা ডট কম-এ প্রকাশিত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।