টেক্সটাইল প্রকৌশলী হিসাবে কর্মরত । বন্ধুরা, চারিদিকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিমকে আবার পাকিস্তানে পাঠানোর ষড়যন্ত্র চলছে। নতুন বিসিবি সভাপতি নাকি এই সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তে যে পাকি প্রেমী লোটাস কামালের হাত আছে তাত আমাদের কোন সন্দেহ নেই। তাদের ইচ্ছা সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠানো হবে।
প্রায় সাড়ে তিন বছর গড়িয়ে গেলো শ্রীলংকান ক্রিকেট দল পাকিস্তানে হামলার। তারপর থেকে এখন পর্যন্ত আর কোন দেশ পাকিস্তানে খেলতে যায় নি।
তাহলে আমাদের সোনার ছেলেরাই কেন বলির পাঠা হবে?
কি গ্যারান্টী আছে ঐ দেশে আমাদের সোনার ছেলেদের উপরে ঐ অসভ্য জাতি হামলা করবেনা?
তাদের নিরাপত্তা প্রতিশ্রুতিতে আমরা ভরসা করবো কিভাবে?
শ্রীলংকান দলকেও তো তারা প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল...
তাদের প্রেসিডেন্সিয়াল নিরাপত্তার নমুনা তো আমরা দেখেছি...
আপনারা কি বসে বসে আমাদের দেশের সম্পদ এই ছেলেদের পাকিস্তান(মৃত্যুপুরীতে) পাঠানো দেখবেন নাকি কিছু করবেন...
যে সোনার ছেলেরা পুরো জাতিকে একসাথে হাসায় এবং কাদায় তাদের জন্য কি এই জাতির কিছুই করার নেই...
কি করে পারবেন আপনারা যে সন্তানেরা দেশের জন্য সম্মান বয়ে আনলে রাজপথে নেমে সবাই উল্লাস করেন তাদের লাশের বোঝা বইতে...
প্রতিরোধ চাই, জোরালো প্রতিরোধ।
প্রতিবাদ চাই, জোরালো প্র্রতিবাদ।
তৈরী থাকুন... ডাক আসবে প্রতিবাদের... যে যেখানে আছেন, কণ্ঠ ছাড়ুন।
যদি পাকিপ্রেমীদের ব্যক্তিস্বার্থের সঙ্গে মুখোমুখি দাঁড়াতে হয়, আসুন সবাই যুথবদ্ধ হয়ে দাঁড়াই।
পাকি প্রেমীরা টক্কর চাইলে, আমরা তাঁদেরকে টক্করই ফিরিয়ে দেই..
((( কৃতজ্ঞতাঃ- Save Bangladeshi Cricketers and Save Bangladesh Cricket Board )))
· ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।