আমাদের কথা খুঁজে নিন

   

হলিউডি মুভিতে বাংলাদেশের উল্লেখ !

অদ্ভুত আঁধার এক চারিদিকে হঠাৎ হঠাৎ ভিনদেশী সিনেমার মধ্যে বাংলাদেশের নামটা শুনলে অন্য রকম লাগে । যদিও বাংলাদেশের নাম কোন ভাল বা গুরুত্বপূর্ণ ব্যাপারে আসে না । বেশীরভাগ ক্ষেত্রে কোন নেতিবাচক জিনিসের উদাহরণ হিসেবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায় । যাক, হলিউডিরা বাংলাদেশকে চিনছে - এইটাই কথা । আপাতত এই সিনেমাগুলোর মধ্যে বাংলাদেশ-কে পাওয়া গেল।

১. ফ্রেন্ডস উইথ বেনিফিট ০১ ঘন্টা ১৮ মিনিট ২১ সেকেন্ডে । টিম্বারলেকের বস ওকে লাঞ্চ টাইমে কাজ করতে দেখে ওয়ার্ক এথিকস নিয়ে একটু খোঁচা মারে - ''এই জন্যই আমেরিকা এখনও এক নম্বরে, তবে জার্মানি, জাপান, বেলজিয়াম, চায়না'র পরে । থ্যাঙ্ক গড যে অন্তত বাংলাদেশ আমাদের পিছনে'' । ২. ক্রসিং ওভার এই সিনেমায় বাংলাদেশ একটা বড় ভূমিকা নিয়ে আছে । বাংলাদেশের অবস্থান গল্পের ১০ ভাগের ১ ভাগ (কমপক্ষে) ।

সিনেমাটা নিয়ে দুই কথা লিখেওছিলাম । ৩. দা রিবাউন্ড ০১ ঘন্টা ২৮ মিনিট ০১ সেকেন্ডে। পোলাটার নাম জাস্টিন বার্থা (ন্যাশনাল ট্রেজার-এ নিকোলাস কেজ এর চামচা) । একটা বাচ্চা দত্তক নিয়েছে বাংলাদেশ থেকে – ব্যাস, এটুকুই । ৪. ওল্ড স্কুল সিনেমাটা দেখি নি।

তবে নেট-এ পেলাম বেনি বলে একটা চরিত্রের ডায়লগের মধ্যে বাংলাদেশ আছে । Beanie: ''Six weeks ago Abdul here had a one way ticket to an arranged marriage with a broad he never met in Bangladesh. Now he's crushing a** every Thursday night at our mixers.'' ৫. হাও আই মেট ইয়োর মাদার রঞ্জিত বলে একটা শোফার আছে না ? ওই ব্যাটা বাংলাদেশী রোল করে, যদিও আসলে ইরানি । আর কারও কোন সিনেমা/সিরিয়াল জানা আছে যেখানে বাংলাদেশ আছে ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.