Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
সিবিএস ও সিএনএনের জরিপে জয়ী ওবামা
আগামী ৬ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দুই প্রার্থীর মধ্যে পররাষ্ট্রনীতি বিষয়ে মুখোমুখি বিতর্কে মিট রমনির বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন বারাক ওবামা। তৃতীয় ও শেষ বিতর্কে ওবামা জয়ী হয়েছেন বলে জরিপের ফলে উঠে এসেছে। বিতর্কে পররাষ্ট্রনীতি নিয়ে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে তীব্র আক্রমণ করেন ওবামা। সোমবার রাতে ফ্লোরিডার বোকা র্যাটনের লিন বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। তবে ওবামা জিতলেও নব্বই মিনিটের এ বিতর্কে কোনও প্রার্থীই নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করতে পারেননি।
লাখ লাখ নিরপেক্ষ ভোটারের মন জয় করতে এবং পরস্পরকে ঘায়েল করার জন্য এ বিতর্ক ছিল উভয় প্রার্থীর জন্য শেষ সুযোগ। শুরু থেকে প্রতিদ্বন্দ্ব্বী রমনির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন ওবামা। বিতর্কে গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য, রাশিয়া, চীন, ইরানের পরমাণু কর্মসূচি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি প্রভৃতি প্রসঙ্গ।
বিতর্ক-পরবর্তী সিবিএস নিউজের এক তাত্ক্ষণিক জরিপে দেখে গেছে, ৫৩ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, বিতর্কে ওবামা জয়ী হয়েছেন। রমনির জয়ের পক্ষে মত দিয়েছেন মাত্র ২৩ শতাংশ নাগরিক।
অন্যদিকে সিএনএনের জরিপের ফলাফল বলছে, ৪৮ শতাংশ ভোটার মনে করেন ওবামা জয়ী হয়েছেন। ৪০ শতাংশ মত দিয়েছেন রমনির পক্ষে।
বিতর্কের মূল বিষয় পররাষ্ট্রনীতি হলেও ঘুরে-ফিরেই বিতর্ক অভ্যন্তরীণ নীতিতে ফিরে আসছিল। বারবার অর্থনীতিতে ওবামার ব্যর্থতার কথা উল্লেখ করে রমনি বিতর্কে প্রাধান্য বিস্তারের চেষ্টা করেন। কিন্তু বিতর্কের শুরু থেকেই ওবামা বেশ আক্রমণাত্মক ছিলেন।
কোটি কোটি ভোটারের প্রতি টেলিভিশনের মাধ্যমে শেষ আবেদন জানানোর এ সুযোগ তুলনামূলক ভালোভাবে কাজে লাগিয়েছেন ওবামা। রমনি প্রথম বিতর্কে জয়ী হওয়ার পর জনসমর্থনের দিক থেকে ওবামাকে ছাড়িয়ে যেতে শুরু করেন। তবে দ্বিতীয় বিতর্কে জিতে ওবামা সেই গতি কমাতে সক্ষম হন। এ জরিপের ফলে যেন সেটাই উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য আরও যুদ্ধজাহাজ তৈরি করার জন্য রমনির আহ্বানের অসারতা তুলে ধরে তা নিয়ে ঠাট্টা করে ওবামা বলেন, রমনি যুক্তরাষ্ট্রকে ঠাণ্ডা লড়াইয়ের যুগে ফিরিয়ে নিয়ে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে রাখতে চান।
রমনি যখন বলেন, তিনি নৌবাহিনীর জন্য আরও নতুন জাহাজ বানাতে চান— ওবামা ত্বরিত জবাব দেন, আগের ২৮৫টি জাহাজের জায়গায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এখন ৩০০টি জাহাজ আছে।
বিশ্ব বাস্তবতা সম্পর্কে রমনির সীমাবদ্ধ ধারণাকে উপহাস করে ওবামা বলেন, ‘গভর্নর, আমাদের ঘোড়া ও বেয়নেটেরও স্বল্পতা আছে। ’ আর কোনও জরিপেরই প্রয়োজন নেই এবার। ৬ নভেম্বরই বলে দেবে শেষ বিজয়ী কে হবেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটো এলাকার লিন বিশ্ববিদ্যালয়ে দুই প্রার্থীর ৯০ মিনিটের বিতর্কে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সিবিএসের ‘ফেস অব দ্য নেশন’ অনুষ্ঠানের উপস্থাপক বব সিফার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।