দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত ! আমি সামু মডুদেরকে আবেদন জানাচ্ছি যদি একই সাথে সম্ভব হয় : বাংলাদেশের ঐতিহ্যবাহী ৬৬টি পণ্যের “দখল” নিয়েছে ভারত।কিভাবে? নিজে জানুন, অন্যকে জানান ও প্রতিবাদী হোন! ও স্টিকি হোক: ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেন্ট বাস 'চৈতালী' অথবা একদল অমানুষের গল্প সুবিধার জন্য এ লিঙ্ক দিয়ে দিলাম একসাথে স্টিকি করা হোক। এতে দেখতে পারা যাবে আমরা শুধু বিদেশী দের দ্বারাই শোষিত হচ্ছিনা আমরা দেশীয় কিছু কুলাঙ্গার দ্বারাও মনুষ্যত্ব খোয়াচ্ছি যারা হবে দেশের ভবিষ্যত্ব।এরা ভুলে গেছে সারাজীবন ছাত্র হিসেবে তারা ওখানে পড়বে না তাদেরও জীবনে প্রয়োজনে কিছু করতে হবে।তারাও এরকম পরিস্থিতে পড়লে ছাড় পাবে বলে মনে হয়না। আপনারাও রিকোয়েস্ট জানান প্লিজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।