আমাদের কথা খুঁজে নিন

   

সব ছাত্রছাত্রীকে আর্টস-কমার্স এ পড়িয়ে এমবিএ করান,সাইন্স-টেকনোলোজির দরকার নাই

আমি মানুষ হতে চাই। চাইফুরসের ছাগলামি বন্ধ করার মত কি কেউ নাই? এদের মতে সবাইরে আর্টসে পরে এমবিএর প্রিপারেশন নিতে হবে।এমন বিজ্ঞাপন দেয় যেন এমবিএ আর মাল্টিন্যাশ্নাল ছাড়া জীবনের আর কনোও লক্ষই থাকতে পারে না।অনেক ছাত্রছাত্রীদের ব্রেইনওয়াস করার জন্য এই বিজ্ঞাপন যথেষ্ট। মহাশয় বাংলাদেশী সব ছাত্রছাত্রীকে আর্টস-কমার্স এ পড়িয়ে এমবিএ করান,সাইন্স-টেকনোলোজির দরকার নাই।একসময় যখন সবাই এমবিএ ধারী হবে তখন ব্রেইনওয়াশ করিয়েন পিএইচডি করানোর জন্য। খুব জানতে ইচ্ছে করে,আচ্ছা যখন চাইফুস চাহেব এই ব্যাবসা শুরু করেন নাই তখন কি কেউ বিসিএস/ব্যাংক/এম্বিএ ইত্যাদিতে সফল হয় নাই?  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।