গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী ‘নাফিস জামায়াতের কি না খতিয়ে দেখা হবে’
নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না- সরকার তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের এক নেতা। শুক্রবার কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “নাফিসের গ্রেপ্তার জাতির জন্য দুঃখজনক, লজ্জাজনক। এটা কখনো কাম্য ছিল না। কেন এই ঘটনা ঘটল- তার গভীরে যেতে হবে। ”
জামায়াত সারাদেশে জঙ্গি ‘তৈরি করে’ তাদের দেশে ও দেশের বাইরে ‘ছড়িয়ে দিয়েছে’ অভিযোগ করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, “নাফিসের সঙ্গে তাদের (জামায়াত) কোনো সম্পৃক্ততা আছে কি না- তা খতিয়ে দেখা হবে।
”
নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে বুধবার যুক্তরাষ্ট্রের পুলিশ ও এফবিআইয়ের হাতে গ্রেপ্তার হন নাফিস।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নাফিসের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
নফিসকে গ্রেপ্তারের পর তাদের ঢাকার যাত্রাবাড়ির বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। তবে নাফিসের বাবা কাজী মো. আহসান উল্লাহ দাবি করছেন, তার ছেলেকে ‘ফাঁদে’ ফেলা হয়েছে।
শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এই আলোচনা সভায়
হানিফ বলেন, রামুতে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ স¤প্রদায়ের ওপর যে হামলা হয়েছে- তা পরিকল্পিত।
“শেখ হাসিনার ওপর জনগণের আস্থায় ফাটল ধরাতেই ওই ঘটনা ঘটানো হয়েছে। বৌদ্ধ স¤প্রদায়ের সঙ্গে আওয়ামী লীগের সম্প্র্রীতি নষ্টের জন্যই তাদের ওপর আঘাত করা হয়েছে। ”
বৌদ্ধ অধ্যুষিত চীন, জাপান ও থাইলান্ডের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারের বিরুদ্ধে ‘নালিশ’ করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চীন সফরে গেছেন বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খানের সমালোচনা করে হানিফ বলেন, “এখন তিনি তত্ত্বাধায়ক সরকারের পক্ষে কথা বলছেন। কিন্তু তিনি যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তখন নির্বাচন না করেই অন্যায়-অনিয়মের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, অভিনেতা এটিমএম শামসুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস এ আলোচনা সভায় বক্তব্য দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শখ হাসিনার ভাই শেখ রাসেলের ৪৮তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু পরিবারে অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা শিশু রাসেলকেও হত্যা করে। ওই সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।