Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them. স্পর্শ প্রযুক্তি এবার নির্দিষ্ট ফ্রেমের গণ্ডি ছাড়িয়ে যে কোনো তলে নিয়ে আসার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলছে টরেন্টো বিশ্ববিদ্যালয় এবং আলবার্টা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষক দল। তারা ডেভেলপ করছেন অভিনব ধরনের ডিভাইস 'ম্যাজিক ফিঙ্গার'। যা আঙ্গুলে লাগিয়ে কোনো তল স্পর্শ করলে সেই তল স্পর্শকাতর মোবাইল বা কম্পিউটারের পর্দার মতো আচরণ করবে। মূল পর্দায় স্পর্শ ছাড়াই কমান্ড দেওয়া যাবে স্মার্টফোন ও ট্যাবলেট পিসিতে। মূলত ছোট একটি রিং এর আকৃতির এই ডিভাইসে স্পর্শ বা টাচ বোঝার জন্য থাকবে ক্ষুদে সেন্সর, ন্যানোআই ক্যামেরা, লেন্স এবং একটি আলো নিঃসরক ডায়োডের [এলইডি] মতো প্রযুক্তি। এটি যেকোনো লেখার ওপর স্পর্শ করালেও তথ্য এর মেমোরিতে চলে আসবে। এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।